ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

ইয়েসের দিনব্যাপী কর্মসূচি

স্বপ্নযাত্রা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৭, অক্টোবর ২৯, ২০১১
ইয়েসের দিনব্যাপী কর্মসূচি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আইইআর ইয়েস গ্রুপ দিনব্যাপী নানা ধরনের কর্মসূচির আয়োজন করে।

গত ২৫ অক্টোবর কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, স্বাক্ষর সংগ্রহ অভিযান ও পাঠচক্র।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. মো. আবুল এহসান, মাননীয় পরিচালক,শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। এছাড়া উপস্থিত ছিলেন আইইআর ইয়েস উপদেষ্টা ও প্রভাষক খাইরুল ইসলাম।

টিআইবি’র পক্ষ থেকে ‍উপস্থিত ছিলেন  সোহেল রানা, শাহনাজ বীথি এবং গ্রুপ লিডার তারেক মেহদী।  

ড. মো. আবুল এহসান ইনস্টিটিউট প্রাঙ্গনে একটি নিমের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এদিন ৭০ জন আইইআর ইয়েস সদস্য ও তাদের বন্ধুরা তিনটি দলে ভাগ হয়ে পরিচ্ছন্নতা অভিযান চালায়।

এরই ধারাবাহিকতায় আইইআর-এর প্রতিটি সুইচবোর্ডে জনসচেতনতামূলক স্টিকার লাগানো ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য ৮টি নতুন লিটার বিন স্থাপন করা হয়। এসময় তাদের সার্বিকভাবে নির্দেশনা দেন বর্তমান গ্রুপ লিডার তারেক মেহদী, প্রাক্তন গ্রুপ লিডার রাকিবুল ইসলাম, সহকারী গ্রুপ লিডার সুমাইয়া খানম চৌধুরী ও মুরতাজ হোসেন শিহান।

কার্যক্রমের অন্যতম আকর্ষণ ছিল স্বাক্ষর সংগ্রহ অভিজান। এতে স্বাক্ষরের মাধ্যমে শিক্ষার্থীরা ‘আমি পরিবেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ’ – এই স্লোগানের সাথে একাত্মতা ঘোষণা করেন। কার্যক্রমের সর্বশেষ আয়োজন ছিল বিশ্ব স্বাক্ষরতা দিবস উপলক্ষে পাঠচক্র। এতে ‘নব্য উদারতাবাদ ও উচ্চ শিক্ষা’ বিষয়টি উপস্থাপন করেন আইইআর এর সহকারী অধ্যাপক আরিফুল হক কবীর।

দিনব্যাপী এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সক্রিয়ভাবে অংশগ্রহনের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়সমূহে শিক্ষার্থীদের আত্মসচেতনতা বৃদ্ধি ও জনসচেনতা সৃষ্টি করা।

উল্লেখ্য, ইয়েস টিআইবি’র উদ্যোগে পরিচালিত একটি কর্মসূচি যা দুর্নীতিবিরোধী চেতনায় উদ্বুদ্ধ তরুণদের সংগঠিত করে সম্পূর্ণ স্বেচ্ছাসেবার ভিত্তিতে তাদেরই স্ব-উদ্যোগে গৃহীত সকল দুর্নীতি বিরোধী কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে কাজ করে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।