ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

জহুর হোসেন চৌধুরীর জন্ম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
জহুর হোসেন চৌধুরীর জন্ম ইতিহাসের এই দিনে

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৭ জুন ২০১৮, বুধবার। ১৩ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৭৫৯ - কুইবেক যুদ্ধ শুরু হয়।
১৯০০ - সেন্ট্রাল লন্ডনে ইলেকট্রিক রেলওয়ে চালু হয়।
১৯৫৪ - সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়।
১৯৬৭ - পৃথিবীর প্রথম এটিএম (অটোমেটেড টেলার মেশিন) স্থাপন করা হয় যুক্তরাজ্যের অ্যানফিল্ড শহরে।
১৯৯১ - সোভেনিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়।

জন্ম
১৯২২ - জহুর হোসেন চৌধুরী, সাংবাদিক, সম্পাদক, কলামিস্ট ও রাজনীতিবিদ। দৈনিক সংবাদের অন্যতম পরিচালক। ১৯৮১ সালে একুশে পদক লাভ করেন।  
১৯২৪ - বব অ্যাপলইয়ার্ড, ব্রিটিশ ক্রিকেটার।
১৯৪১ - ক্রিস্তফ কিয়েশ্‌লফ্‌স্কি, পোল্যান্ডের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা।
১৯৭৭ - রাউল গনজালেস, স্প্যানিশ ফুটবলার।
১৯৩৯ – রাহুল দেব বর্মণ, ভারত সুরকার, সঙ্গীতশিল্পী। তার বাবা ভারতের আরেক খ্যাতিমান গায়ক এবং সুরকার শচীন দেববর্মণ। ১৯৩৯ সালের ২৭ জুন কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত সুরকার শচীন দেব বর্মণের একমাত্র ছেলে।  

মৃত্যু
১৯৭৯ - বন্দে আলী মিঞা, বাংলাদেশি কবি, ঔপন্যাসিক, শিশু-সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর।
২০০১ - জ্যাক লেমন, মার্কিন অভিনেতা ও সঙ্গীতজ্ঞ।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।