বুয়েনস আয়ারস: আর্জেন্টিনার একটি পরমাণু শক্তি কেন্দ্রের হ্রদে পাওয়া গেছে একটি তিন চোখঅলা মাছ। চলতি সপ্তাহে কর্ডোভায় এক জেলের জালে ধরা পড়ে ওই রূপান্তরিত মাছটি।
স্থানীয়দের ভাষ্যে জানা যায়, হ্রদটিতে পরমাণু কেন্দ্রের বর্জ্য ফেলা হয় দীর্ঘদিন ধরে। এছাড়াও ওই হ্রদের পানি পরমাণু কেন্দ্রের উত্তপ্ত পাইপ ঠান্ডা করতেও কাজে লাগানো হয়।
জুলিয়ান জুমুত নামের জেলে মাছটি ধরলেও তিন চোখ দেখে আর তা খাওয়ার চেষ্টা করেননি। মাছটি এখন পরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট গবেষণাগারে পাঠানো হয়েছে।
জুলিয়ান বলেন, ‘আমরা মাছ ধরছিলাম। সে সময় এরকম একটি অদ্ভুত মাছ ধরার পর আমরা বিস্মিত হয়ে পড়ি। এটা কিভাবে সম্ভব যে একটা মাছের তিনটে চোখ। আমরা যখন মাছটি ধরি তখন বেশ অন্ধকার ছিল চারপাশ, তাই বুঝতে পারিনি। কিন্তু পরে দেখি মাছটির তিনটি চোখ। ’
গবেষকেদর ধারণা, পারমাণু কেন্দ্রের ওই হ্রদে তেজস্ক্রিয়তার ফলে মাছটির এমন বিবর্তন ঘটে থাকতে পারে।
গবেষকদের ধারণা যদি ঠিক হয়, তবে আগামী দিনে মানুষসহ পৃথিবীর জীববৈচিত্রের কী অবস্থা হবে, তা সহজেই অনুমান করা যায়। কারণ পৃথিবীতে পরমাণু অস্ত্রসহ শক্তি উৎপাদনে পরমাণু ব্যবহার বাড়ছে আশঙ্কাজনক হারে।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১১