ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

স্টেট ইউনিভার্সিটিতে কুইজ প্রতিযোগিতা

ফয়জুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৮, নভেম্বর ১, ২০১১
স্টেট ইউনিভার্সিটিতে কুইজ প্রতিযোগিতা

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর ফার্মেসি বিভাগের উদ্যোগে হয়ে গেলো আন্তঃব্যাচ কুইজ প্রতিযোগিতা-২০১১।

গত ২৫-৩১ অক্টোবর সপ্তাহব্যাপী আয়োজনের প্রথম দিন এসইউবির ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ড. রেবেকা বানু কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এই কুইজ প্রতিযোগিতায় এসইউবির ফার্মেসি বিভাগের ৮টি ব্যাচ থেকে সর্বমোট ১৬টি দল অংশগ্রহণ করে। বিভিন্ন রাউন্ডের মাধ্যমে বুদ্ধির লড়াইয়ে ফাইনাল পর্যন্ত শেষ চারটি দল অবশিষ্ট থাকে। চারটি দলের মধ্যে টানটান উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মাধ্যমে ৩১ অক্টোবর ফাইনাল রাউন্ডে ১৫তম ব্যাচের দিদারুজ্জামান সোহেল, ফয়সাল আসিফ ও মো: এমদাদুল হকের সমন্বয়ে গঠিত ‘নিউরণ’ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ১৪তম ব্যাচের দিবাকর দাস, শাওলী মিত্র ও জকরুফ ইয়াসমিন খানের সমন্বয়ে গঠিত ‘পেইন কিলারস’ দল রানারআপ হয়।

কুইজ প্রতিযোগিতার শেষ দিন ৩১ অক্টোবর এসইউবি’র উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার গণি চৌধুরী প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার বাইরেও বিবিধ জ্ঞান অর্জনে উৎসাহ প্রদান করেন এবং এ ধরণের আয়োজন অতীতের মত ভবিষ্যতেও এসইউবি’তে অব্যাহত রাখার ঘোষণা দেন।

এছাড়াও সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এসইউবি’র রেজিস্ট্রার অধ্যাপক এ ওয়াই এম ইকরাম-উদ-দৌলাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন ও এসইউবি’র ফার্মেসি বিভাগের পরামর্শক অধ্যাপক ড. মো: আব্দুর রশিদ, এসইউবি’র ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ড. রেবেকা বানু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিটিক্যাল টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. সেলিম রেজা এবং এসইউবি’র ফার্মেসি বিভাগের একাডেমিক এ্যাফেয়ার্সের প্রধান মোঃ সাইফুল ইসলাম পাঠান। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন এসইউবি’র ফার্মেসি বিভাগের প্রভাষক মোঃ রেয়াতুল করিম নিটোল।

সপ্তাহব্যাপী এই আয়োজনে মূলত বাংলাদেশি বিষয়, আন্তর্জাতিক বিষয়, খেলাধুলা, সংস্কৃতি ও ঐতিহ্য, তথ্য ও প্রযুক্তি এবং সাধারণ বিজ্ঞান বিষয়সমূহ থেকে অংশগ্রহণকারী দলসমূহকে বিভিন্ন রাউন্ড ভাগ করে প্রশ্ন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।