স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর ফার্মেসি বিভাগের উদ্যোগে হয়ে গেলো আন্তঃব্যাচ কুইজ প্রতিযোগিতা-২০১১।
গত ২৫-৩১ অক্টোবর সপ্তাহব্যাপী আয়োজনের প্রথম দিন এসইউবির ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ড. রেবেকা বানু কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
কুইজ প্রতিযোগিতার শেষ দিন ৩১ অক্টোবর এসইউবি’র উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার গণি চৌধুরী প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার বাইরেও বিবিধ জ্ঞান অর্জনে উৎসাহ প্রদান করেন এবং এ ধরণের আয়োজন অতীতের মত ভবিষ্যতেও এসইউবি’তে অব্যাহত রাখার ঘোষণা দেন।
এছাড়াও সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এসইউবি’র রেজিস্ট্রার অধ্যাপক এ ওয়াই এম ইকরাম-উদ-দৌলাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন ও এসইউবি’র ফার্মেসি বিভাগের পরামর্শক অধ্যাপক ড. মো: আব্দুর রশিদ, এসইউবি’র ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ড. রেবেকা বানু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিটিক্যাল টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. সেলিম রেজা এবং এসইউবি’র ফার্মেসি বিভাগের একাডেমিক এ্যাফেয়ার্সের প্রধান মোঃ সাইফুল ইসলাম পাঠান। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন এসইউবি’র ফার্মেসি বিভাগের প্রভাষক মোঃ রেয়াতুল করিম নিটোল।
সপ্তাহব্যাপী এই আয়োজনে মূলত বাংলাদেশি বিষয়, আন্তর্জাতিক বিষয়, খেলাধুলা, সংস্কৃতি ও ঐতিহ্য, তথ্য ও প্রযুক্তি এবং সাধারণ বিজ্ঞান বিষয়সমূহ থেকে অংশগ্রহণকারী দলসমূহকে বিভিন্ন রাউন্ড ভাগ করে প্রশ্ন করা হয়।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১১