জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণার ক্ষেত্র তৈরি করতে নির্মাণ করা হচ্ছে ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে গবেষণা কেন্দ্র ভবন নির্মানের কাজ শুরু হয়েছে।
সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলায়তনের সেমিনার কক্ষে গবেষণার কাজ চলছে। এই গবেষণা কেন্দ্রটি নির্মাণ হলে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর গবেষণার দ্বার উন্মোচন হবে বলে আশা করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্র ও পরিকল্পনা ও উন্নয়ন অফিস সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৩০ মে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বহুমুখী বিজ্ঞান গবেষণার জন্য ‘ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র’ নামে একটি উচ্চতর গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার কাজ হাতে নেওয়া হয়।
এ গবেষণা কেন্দ্র স্থাপনে তিনটি উৎস থেকে অর্থের সংস্থান করা হয়েছে। প্রথমত: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে ১৮ কোটি টাকা। দ্বিতীয়ত: হায়ার এডুকেশন ইনহেন্সমেন্ট প্রজেক্ট থেকে ৫ কোটি টাকা, তৃতীয়ত: সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের অনুদানে গবেষণাগারের ভবন নির্মানের জন্য ১০ কোটি টাকা।
বিশ্ববিদ্যালয়ের গণিত ও পদার্থ বিজ্ঞান অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগ, প্রত্নতত্ত্ব বিভাগ ও ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা এখানে গবেষণা করার সুযোগ পাবে। এছাড়া এখানে বিভিন্ন মেশিনের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। সার্টিফিকেট কোর্সেরও ব্যবস্থা থাকবে এই কেন্দ্রে।
বাংলাদেশে পরমানু বিজ্ঞান চর্চার অন্যতম পথিকৃৎ ওয়াজেদ মিয়ার অবদানকে স্মরণ রাখতেই তার নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের নামকরন করা হয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও এ গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যাপক শরীফ এনামুল কবীর বলেন, ‘এ গবেষণা কেন্দ্রের কাজ শেষ হলে এটি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান গবেষণায় নতুন দিগন্তের সুচনা করবে। ’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা হাতের নাগালেই সহজে গবেষণায় মনোনিবেশ করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১১