ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

দেশের সর্ববৃহৎ হনুমান বিগ্রহ

সমীর চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫২, নভেম্বর ৩, ২০১১
দেশের সর্ববৃহৎ হনুমান বিগ্রহ

রৌদ্র অবতার, সংকট মোচন, ভক্ত শ্রেষ্ঠ এরকম নানা নামে ডাকা হয় তাকে। গুরু রামের প্রতি শ্রদ্ধার প্রদর্শন হিসেবেই এক লাফে তিনি পাড়ি দিয়েছিলেন সমুদ্র।

নিজের লেজে আগুন লাগার পর তা দিয়ে পুরো লংকাপুরী ভস্মীভূত করেছিলেন তিনি।

রামায়ণে বর্ণিত পরননন্দন হিসেবে পূজনীয় সেই মহাবীর হনুমান। পুরানে এই হনুমানকে দেওয়া হয়েছে বিশেষ মর্যাদার স্থান।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিষ্ঠা করা হয়েছে রামভক্ত হনুমানের বিশাল বিগ্রহ। বিভিন্ন সূত্রে জানা গেছে, এটি বাংলাদেশে হনুমানের সবচেয়ে বড় বিগ্রহ। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়ায় শ্রী শ্রী রঘুনাথ জিউর আখড়ায় স্থাপন করা হয়েছে এ বিগ্রহটি। প্রতিদিন বহু মানুষ বিগ্রহটি দেখতে ভিড় করছেন।

আখড়া সূত্রে জানা গেছে, পাথরের তৈরি বিগ্রহটির দৈর্ঘ্য ১৫ ফুট ৬ ইঞ্চি ও প্রস্থ ১০ ফুট ৬ ইঞ্চি। বিগ্রহটি নির্মাণে ব্যয় হয়েছে ৩ লাখ ৮৫ হাজার টাকা। এ বছরের ১২ এপ্রিল এর উদ্বোধন করেন হরি আনন্দ গোস্বামী।

রঘুনাথ জিউর আখড়ার মোহন্ত শ্রীল হরি আনন্দ গোস্বামী বাংলানিউজকে বলেন, সনাতন ধর্মে হনুমান বিশেষভাবে পূজনীয়। বর্তমানে বাংলাদেশে হনুমানের যেসব বিগ্রহ রয়েছে সেগুলো অনেক ছোট। এই বিগ্রহটিই দেশের সর্ববৃহৎ হনুমান বিগ্রহ।

বাংলাদেশ স্থানীয় সময় ২০৪৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।