ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

চার্লি চ্যাপলিন-লারা দত্তের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
চার্লি চ্যাপলিন-লারা দত্তের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৬ এপ্রিল ২০১৯, মঙ্গলবার। ৩ বৈশাখ, ১৪২৬ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৮৫৩- ভারতের মুম্বাইয়ে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু।
১৯১২- হ্যারিয়েট কুইয়েম্বি প্রথম নারী হিসেবে উড়োজাহাজে ইংলিশ চ্যানেল পাড়ি দেন।
১৯৬১- কিউবান নেতা ফিদেল কাস্ত্রো জাতীয় সম্প্রচার মাধ্যমে ঘোষণা দেন- তিনি মার্কসবাদী-লেনিনবাদী এবং কিউবায় কমিউনিজম ব্যবস্থা প্রচলন হতে যাচ্ছে।
২০০১- বাংলাদেশ-ভারতের মধ্যে পাঁচদিনের সীমান্ত সংঘর্ষ শুরু। যা কোনো সমাধান ছাড়াই সমাপ্ত হয়।

জন্ম
১৮৬৭- উড়োজাহাজের আবিষ্কারক উইলবার রাইট।
১৮৮৯- ব্রিটিশ চলচ্চিত্র অভিনেতা চার্লি চ্যাপলিন।

হলিউড সিনেমার শুরু থেকে মধ্যকাল পর্যন্ত তিনি তার অভিনয় ও পরিচালনা দিয়ে সাফল্যের শিখরে আরোহণ করেন। চ্যাপলিনকে চলচ্চিত্রের পর্দায় শ্রেষ্ঠতম মূকাভিনেতা ও কৌতুকাভিনেতাদের একজন বলেও বিবেচনা করা হয়। চলচ্চিত্র শিল্প জগতে চ্যাপলিনের প্রভাব অনস্বীকার্য। ১৯৭৭ সালের ২৫ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

১৯২৭- ষোড়শ পোপ বেনেডিক্ট।
১৯৭৮- ভারতীয় মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী এবং মিস ইউনিভার্স-২০০০ লারা দত্ত।

মৃত্যু
১৮৫০- মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা ম্যারি তুসো।
১৯১৬- আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান ক্রিকেটার টম হোরান।
১৯৫১- বাঙালি ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণ।
১৯৫৮- ব্রিটিশ ভৌত রসায়নবিদ এবং ক্রিস্টালবিদ রোজালিন্ড ফ্রাঙ্কলিন।
১৯৬২- বাঙালি রাজনীতিবিদ খান বাহাদুর হাশেম আলি খান।
১৯৭১- বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধা সিপাহী মোস্তফা কামাল।
১৯৮৮- ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধা খলিল আল-ওয়াজির।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
টিএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।