ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

বিজ্ঞানী আলফ্রেড নোবেলের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
বিজ্ঞানী আলফ্রেড নোবেলের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২১ অক্টোবর ২০১৯ সোমবার। ০৬ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ। ২১ সফর ১৪৪০ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা 
১২৯৬- আলাউদ্দিন খিলজি দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
১৮০৫- ট্রাফলগারের যুদ্ধ শুরু হয়।

জিব্রাল্টার প্রণালীর কাছে এ যু্দ্ধে ব্রিটেনের নৌসেনারা লড়েছিলো ফ্রান্স এবং স্পেনের যৌথ নৌবাহিনীর বিরুদ্ধে। এ যুদ্ধে অ্যাডমিরাল লর্ড হোরেশিও নেলসনের নেতৃত্বাধীন ব্রিটিশ বাহিনী জয়লাভ করে এবং এ বিজয়কে উনিশ শতকে ব্রিটেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয় বলে মনে করা হয়।

১৯৪৩- সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকার (স্বাধীন ভারত সরকার) প্রতিষ্ঠার কথা ঘোষণা দেন।
১৯৫০- চীনা সেনারা তিব্বত দখল করে।
১৯৬০- ব্রিটিশ নৌবাহিনীর প্রথম আণবিক শক্তি চালিত ডুবো জাহাজ চালু।
১৯৮৪- বাংলাদেশে এসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করা হয়।
১৯৯১- সোভিয়েত ইউনিয়নের প্রথম অধিবেশন ক্রেমলিন ভবন উদ্বোধন।
১৯৯১- একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে দু’শ উইকেট পেয়ে কপিল দেবের বিশ্ব রেকর্ড।

জন্ম
১৫৮১- ইতালীয় চিত্রশিল্পী দমেনিকো জাম্পিয়েরি।
১৭৭২- কবি ও সমালোচক স্যামুয়েল কোলরিজ।
১৮৩৩- বিজ্ঞানী ও নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল।

তার পুরো নাম আলফ্রেড বের্নহার্ড নোবেল। তিনি ছিলেন একাধারে রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক এবং অস্ত্র নির্মাতা। নোবেলই আবিষ্কার করেন নাইট্রোগ্লিসারিন ব্যবহারের মাধ্যমে প্রস্তুতকৃত ডায়নামাইট, যেটি ভয়াবহতার দিক থেকে সবচেয়ে বেশি কার্যকর বিস্ফোরক। তিনি ব্যবসায়ও বিশেষ প্রসিদ্ধি অর্জন করেছিলেন। বিখ্যাত ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠান বোফোর্সের মালিক ছিলেন অনেকদিন, প্রতিষ্ঠানটিকে এক সময় অন্যতম বৃহৎ অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানে পরিণত করেন। তার নামে ৩৫০টি ভিন্ন ভিন্ন পেটেন্ট ছিল। যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ডায়নামাইট। মৃত্যুর আগে উইল করে তিনি তার সুবিশাল অর্থ সম্পত্তি নোবেল ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য রেখে যান। তার ঘোষণা অনুযায়ী, এই নোবেল ইনস্টিটিউটের কাজ প্রতি বছর বিশ্ববাসীর উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার দেওয়া। ১৯০১ সালে নোবেল পুরস্কার প্রবর্তিত হয়। আজও তা অব্যাহত রয়েছে।

১৮৬৮- সামরিক ট্যাংকের উদ্ভাবক আর্নেস্ট ডানলপ সুইনটনের।
১৯০০- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা নাগ।
১৯৩১- ভারতের জনপ্রিয় নায়ক এবং চলচ্চিত্র পরিচালক শাম্মী কাপুর।
১৯৪০- ইংল্যান্ডের ক্রিকেটার জিওফ বয়কট।
১৯৬৭- ইংলিশ ফুটবলার পল ইন্স।
১৯৭৫- পর্তুগিজ ফুটবলার হেনরিক হিলারিও।
১৯৮০- আমেরিকান মডেল, অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার কিম কারদাশিয়ান।  

মৃত্যু
১৯৩১- অস্ট্রেলীয় নাট্যকার ও ঔপন্যাসিক আর্টুর শনিটসল।
১৯৭৫- ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি।
১৯৭৬- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী ও ইডেন কলেজের অধ্যক্ষ ফজিলতুন্নেসা।
১৯৮৪- ফরাসি চলচ্চিত্র পরিচালক ফ্রাঁসোয়া ক্রুফো।

বাংলাদেশ সময়: ০৮২৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
টিএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।