ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

স্বাধীনতার ৪০ বছরে প্রাপ্তি অনেক: মতামত বগুড়ার বিশিষ্টজনের

টিএম মামুন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৮, ডিসেম্বর ১৫, ২০১১
স্বাধীনতার ৪০ বছরে প্রাপ্তি অনেক: মতামত বগুড়ার বিশিষ্টজনের

বগুড়া: দেশ স্বাধীন না হলে যেমন কথা বলার স্বাধীনতা থাকতো না, তেমনি ৪০ বছরে অর্জনের হিসেবটুকুও করার সুযোগ আসতোনা। স্বাধীনতার ৪০ বছরে খুব বেশি কিছু না হলেও অনেক কিছু প্রাপ্তি রয়েছে বলে জানালেন বগুড়ার বিশিষ্ট জনেরা।



তবে এসব কিছুর জন্যই কৃতজ্ঞতা ভরে তারা মনে রাখতে চান এ দেশের বীর বাঙ্গালী মুক্তিযোদ্ধাদের।
আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত
কথা হলো বগুড়ার বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সরকার দলীয় সংসদ সদস্য হাবিবর রহমানের সাথে। তিনি বললেন, ‘স্বাধীনতার পর গত ৪০ বছরে আমাদের সবচেয়ে বড় অর্জন পরাধীন শোষিত জাতি থেকে আজ আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্বের কাছে পরিচিতি ও প্রতিষ্ঠিত হয়েছি। জাতি যার ডাকে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল, সেই অপ্রতিদ্বন্দ্বী জননেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বিচার আমরা করতে পেরেছি। শুধু তাই নয়, স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদসহ যেসব মা-বোনের ইজ্জত আমরা হারিয়েছি- এর জন্য দায়ী মানবতা বিরোধী অপরাধীদের বিচার প্রক্রিয়া আমরা শুরু করেছি। অচিরেই আমরা ওইসব লম্পট, নরপশু, ঘাতক, খুনী, রাজাকার দেশদ্রোহীদের বিচার শেষ করবো। যা করতে বর্তমান সরকার এদেশের জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। ’

গড় আয়ু ৩৮ থেকে বেড়ে ৬৯ বছরে উন্নীত হয়েছে
বগুড়া জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খান বলেন, ‘বিগত ৪০ বছরে আমাদের অর্জন অনেক। বাংলাদেশ শুধু নিজে স্বাধীনই হয়নি, বরং পৃথিবীর প্রায় সব রাষ্ট্রই এই স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে। পৃথিবীতে ২০৪ টি রাষ্ট্র আছে যাদের অনেকেই অস্ফুট, অথচ বাংলাদেশ ক্রমান্বয়ে প্রস্ফুটিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে। দেশ স্বাধীনতার পরে অবকাঠামোগত অথনৈতিক উন্নয়ন একশত গুণ বেড়ে গেছে। মাথাপিছু আয় ৪৬ ডলার থেকে বেড়ে ১ হাজার ডলারে উন্নীত হয়েছে। দেশের উন্নয়ন কর্মকাণ্ড সুন্দর ও সাবলীল ভাবে হবার কারণে সমাজ ব্যবস্থায় যথেষ্ঠ উন্নতি হয়েছে। মানুষের গড় আয়ু ৩৮ বছর থেকে বেড়ে এখন ৬৯ বছরে উন্নীত হয়েছে। এছাড়া রাজনৈতিক ক্ষেত্রেও দেশ অনেক এগিয়ে গেছে। সংসদীয় গণতন্ত্র ব্যবস্থার ফলে দেশে গণতন্ত্রের চর্চা বেগবান হয়েছে। যা এক সময় ব্যাপক সুফল বয়ে আনবে দেশের জন্য। ’   

দেড়িতে হলেও স্বাধীনতার মূল্যবোধ প্রতিষ্ঠিত হচ্ছে
বগুড়া জেলা মুক্তিযোদ্ধা ইউনিট সাংগঠনিক কমান্ডার ও দৈনিক কালের খবর পত্রিকার সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল মোত্তালিব মানিক তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বললেন, ‘স্বাধীনতার ৪০ বছরে সবচেয়ে বড় অর্জন বর্তমান সরকারের সময়ে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করা হচ্ছে। এছাড়া বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধীদের বিচারসহ অর্থনৈতিক মুক্তি দেখে মনে হচ্ছে দেড়িতে হলেও বাংলাদেশে স্বাধীনতার মূল্যবোধ প্রতিষ্ঠিত হবার পথে। ’

বগুড়া জেলা আওয়ামীলীগ সভাপতি মমতাজ উদ্দিন বলেন, ‘স্বাধীনতার ৪০ বছরে আমাদের বড় অর্জন- আমরা একটি ভৌগোলিক সীমারেখা পেয়েছি এবং তা ধরে রাখতে পেরেছি। ’

বগুড়া জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, ‘বিগত ৪০ বছরে উন্নতির ধারাবাহিকতায় আমরা একটি সুখী সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ নির্মাণের পথে রয়েছি। ’
 
বিশ্ব দরবারে ‘ইমার্জিং টাইগার’ পরিচিতি পেয়েছে
বগুড়া জেলা বিএনপির বয়োজোষ্ঠ্য নেতা আব্দুর রহমান জানান, তিনি যুদ্ধ দেখেছেন, ২৫ মার্চ রাতে দেশকে স্বাধীন করতে বেড়িয়ে পড়েছেন। তিনি তৎকালীন পশ্চিম পাকিস্তানীদের কাছে এদেশের মানুষের জিম্মি থাকার কথা উল্লেখ করে জানান, দেশের রাজনৈতিক ভ্রষ্টাচারের কারণে কিছু সময় আমরা পিছিয়ে পড়েছি মনে হলেও দেশ স্বাধীন হওয়ায় অর্থনৈতিকভাবে আমরা আজ সয়ংসম্পূর্ণ। তিনি আরো জানান, বিগত বিএনপি সরকারের সময় দেশ গার্মেন্টস শিল্পে এতটাই এগিয়ে গিয়েছিল যে, বিশ্ব দরবারে বাংলাদেশ ‘ইমার্জিং টাইগার’ নামে পরিচিতি পেয়েছিল।

বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, ১৫ ডিসেম্বর, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।