দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ একটি শিশুর হাত রক্ষা করতে অবশেষে তা শিশুটির পায়ের সাথে জোড়া (গ্রাফটিং) লাগিয়েছেন চীনের শল্য চিকিৎসকরা ।
তবে এটি ছিলো ৩ মাসের জন্য একটি অস্থায়ী ব্যবস্থা।
প্রকশিত সংবাদে জানা যায়- বিগত সনের জুলাই মাসে মিং লি নামের ৯ বছর বয়েসি মেয়েটি স্কুলে যাবার পথে একটি চলন্ত ট্রাক্টরের সাথে দুর্ঘনায় আহত হয়।
এসময় লি’র বাম হাতটি কব্জিসজ বাহু পর্যন্ত মারাতœকভাবে ক্ষতিগ্রস্থ হয়।
দুর্ঘটনায় তার বাহুটি এতটাই ক্ষতিগ্রস্থ ছিলো যে, সেসময় চিকিৎসকরা এটিকে আর জোড়া লাগাতে পারেননি। পরে চিকিৎসকরা লি’র হাতের কব্জিটি বাহুর পরিবর্তে তার ডান পায়ের গোড়ালির সাথে অস্থায়ীভাবে জোড়া লাগান।
পায়ের গোড়ালির সাথে হাত জোড়া লাগানো নিয়ে চীনের হেনান প্রদেশের জেংঝু হাসপাতালের মুখপাত্র ড. হু জিয়াংঝি বলেন- মেয়েটির ক্ষতিগ্রস্থ হাতটিকে রক্ষা করতে ওটি ছিলো একটি অস্থায়ী ব্যাবস্থা। ইতিমধ্যে লি’র ক্ষতিগ্রস্থ হাতটিকে যথাস্থানে পুনঃস্থাপন করা হয়েছে।
চীন থেকে প্রকাশিত ‘ঝুউকোওইভেনেয় পোস্ট’কে দেয়া এক স্বাক্ষাৎকারে ড. হু জিয়াং বলেন- ‘দুর্ঘটনার পর যখন মেয়েটি আমাদের হাসপাতালে আসে তখন তার হাতটি সর্ম্পূণ দেহ থেকে বিচ্ছিন্ন ছিলো। সেটি ছিলো খুবই ভয়ানক অবস্থা।
ড. হু জিয়াং ব্যাখ্যা করেন- এখন সে সুস্থ্য। লি তার বাম বাহু এবং হাতের কব্জি আগের মতোই নাড়াতে পারছে। তার হাতের গোলাপী বর্ণ প্রমাণ করে যে, লি’র হাতের রক্ত সঞ্চালনও সঠিকভাবে হচ্ছে। ’
তবে এক বছররে মধ্যে লি’র আরো দু’টি অপারেশন দরকার হবে। একটি তার হাতের স্বাভাবিক কার্যকারিতা উন্নয়নে এবং অন্যটি প্লাস্টিক সার্জারির মাধ্যমে হাতের প্রকৃত চেহারা ফিরিয়ে আনতে।
ড. হু জিয়াং এর মতে- এ দু’টি অপারেশনের পর বেশ কিছুদিন নিয়মিত ফিজিওথেরাপি দেয়া হলে লি’র বাম হাত বেশিরভাগ কর্মক্ষমতা ফিরে পাবে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ড. হু জিয়াং বলেন- ‘কতভাগ কর্মক্ষমতা ফিরে পাবে আমরা তার শতকরা হিসেব না দিতে পারলেও এটুকু বলতে পারি- লি তার নিজের দেখভাল করতে পারবে নিজেই। এমন কি গাড়িও চালাতে পারবে।
বাংলাদশে সময়: ১৩৫৭ ঘণ্টা, ০৩ ডসিম্বের, ২০১১