ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

ব্লগ এখন আর ডায়েরি নয়!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৯, জানুয়ারি ৪, ২০১২
ব্লগ এখন আর ডায়েরি নয়!

বাংলানিউজ ২৯ ডিসেম্বর ‘ব্লগে সাইবার ক্রাইম...’ বিষয়ে গোলটেবিল বৈঠক আয়োজন করে। এ বৈঠকে অংশ নেন ব্লগার এবং বিভিন্ন ব্লগের সঞ্চালকবৃন্দ।

বাংলা ব্লগ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘গণজাগরণে সোশ্যাল মিডিয়া এবং সাইবার আইন’। গণজাগরণের বিষয়ে ব্লগাররা একমত হলেও সাইবার আইন নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। এ বিতর্ক অনেকেই ‘ইন্টারনেট নিয়ন্ত্রণ আইন’ হিসেবে অভিহিত করেছেন। এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ সাইট ও ব্লগগুলোতে চলছে আলোচনা সমালোচনা।

বাংলানিউজ আয়োজিত এ বৈঠকে ব্লগাররা এবং সঞ্চালকবৃন্দ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ধারাবাহিকভাবে সে আলোচকদের বক্তব্যগুলো তুলে ধরা হবে।

শুরুতেই সামহোয়্যার ইন ব্লগের হেড অব অ্যালিয়েন্সেস সৈয়দা গুলশান ফেরদোস জানার বক্তব্য তুলে ধরা হলো।  

সৈয়দা গুলশান ফেসদোস জানা

একেবারে গোড়া থেকে কিছু বলার নেই। ব্লগে অপরাধ এ বিষয়টি কেমন! কোন বিষয়কে অপরাধ হিসেবে চিহ্নিত করা হবে। প্রাথমিক ব্লগ একটা ডায়েরি এমন ধারণা থেকে শুরু হয়। এখন ব্লগ আর শুধু ডায়েরির মধ্যে সীমাবদ্ধ নেই। ব্লগ ছোট্ট পরিসর থেকে সরকারি আলোচনাতেও স্থান করে নিয়েছে।

এটা নিয়ে সর্বস্তরে প্রকৃতপক্ষে জাগরণের সৃষ্টি হয়েছে। বলতে চাই, ব্লগ অপরাধ বিষয়টা আসলে কী? ব্লগে আদৌ অপরাধ হয় কিনা। ব্লগ মানে হচ্ছে বাকস্বাধীনতা। আমি স্বাধীনভাবে কথা বলবো। অন্যকে স্বাধীনভাবে কথা বলতে দেব। কিংবা অন্যের কথাকে আমি নেব।

সমালোচনা অধিকার যেমন আছে ঠিক তেমনি সমালোচনা নেবারও দায়িত্ব সবার আছে। এখানে সমালোচনা নেবার যে দায়িত্ব এবং সমালোচনার যে অধিকার সেটাই হলো স্বাধীনতা। এটাকে যদি কোনোভাবে লংঘিত করা হয়; তখন স্বাভাবিকভাবেই একটা নেতিবাচক প্রভাব পড়বে।

নেতিবাচক প্রভাবটাই কী অপরাধ? সেখানেও ক্যাটাগরি হবে। এটা অপরাধ কীভাবে? সমালোচনা কোনোভাবেই অপরাধ হতে পারে না। সমালোচনা কট্টর হতে পারে। সমালোচনা তিক্ত হতে পারে। সমালোচনা মধুর হতে পারে। কিন্তু সমালোচনা কখনোই ব্যক্তিকে ছোট করে নয়; কখনোই ব্যক্তিকে অপমান করে নয়, কখনোই ব্যক্তিকে তার চরিত্রের বাইরে ভিন্নরকম করে প্রকাশ করা নয়। তাকে কোনভাবেই অবদমন করার চেষ্টা নয়। সমালোচনা সবসময়ই সুস্থ ও স্বাভাবিক গঠনমূলক হওয়ার কথা।

শুধু বলতে চাই, আমি যদি স্বাধীনতা চাই ঠিক একইভাবে অন্যের স্বাধীনতাকে সম্মান করা উচিত। এই স্বাধীনতাকে ব্যবহার করা এবং অন্যের স্বাধীনতাকে সম্মান করার মধ্যে আমাকে সীমাবদ্ধ রাখি তবে ওখানে কোনো অপরাধ নেই বলে আমি বিশ্বাস করি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।