ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

এক সেন্টের তামার মুদ্রার দাম ১২ কোটি টাকা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৬, জানুয়ারি ৯, ২০১২
এক সেন্টের তামার মুদ্রার দাম ১২ কোটি টাকা!

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রে এক নিলামে একটি এক সেন্ট মুল্যের তামার মুদ্রা  বিক্রি হলো প্রায় ১.৩৮ মিলিয়ন ডলারে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা শহরে অনুষ্ঠিত এই  নিলামে যুক্তরাষ্ট্রের টাকশালে ১৭৯৩ সালে নির্মিত  একটি এক সেন্ট (এক ডলারের ১০০ ভাগের এক ভাগ) মুল্যমানের তামার মুদ্রা বিক্রি হয় ১.৩৮ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ কোটি টাকার ওপরে।



টেক্সাস কেন্দ্রিক একটি প্রত্ম-সামগ্রী নিলামকারী প্রতিষ্ঠান জেমস হালপেরিন কর্র্তৃপক্ষ বুধবার এই নিলামের আয়োজন করে বলে জানায় সংবাদ মাধ্যম।

নিলামকারী প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এর আগে যুক্তরাষ্ট্রে কোনও নিলামে এত বেশী মুল্যে কোনো  তামার মুদ্রা কখনও বিক্রি হয়নি।

যুক্তরাষ্ট্রে তামার এক সেন্ট মুল্যের কোনো মুদ্রার এটিই হল নিলামে ওঠা সর্বোচ্চ ডাক। তামার এই  মুদ্রাটি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরের টাকশালে ১৭৯৩ সালে তৈরি করা হয়।
উল্লেখ্য, ১৭৯৩ সালেই  যুক্তরাষ্ট্র তাদের প্রথম নিজস্ব মুদ্রা তৈরি শুরু করে।
 
এদিকে, নিলামের পর প্রদত্ত সংবাদ বিবৃতিতে কর্তৃপক্ষ মুদ্রাটির ক্রেতার নাম প্রকাশ করেনি। তবে বিবৃতিতে তাকে একজন গুরুত্বপূর্ণ মুদ্রা সংগ্রাহক হিসেবে অভিহিত করা হয়। তামার মুদ্রাটির  সাবেক মালিকদের মধ্যে অন্যতম একজন ছিলেন বাল্টিমোরের প্রসিদ্ধ ব্যাংকার লুইস এলিসবার্গ।

নিলামে বিক্রি হওয়া এই তামার মুদ্রাটিকে যুক্তরাষ্ট্রে ‘চেইন সেন্ট’ হিসেবে অভিহিত করা হয়। কারণ, মুদ্রাটির একপিঠে একটি চক্রাকারে পেঁচানো শিকলের চিত্র খোদাই করা ছিল। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে একতা এবং সংহতি বোঝানো হত।

বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, ০৯ জানুয়ারি, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।