বাংলাদেশ স্বাধীনতার চল্লিশ বছর অতিক্রম করলেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়নি। বিশেষ করে পঁচাত্তর পরবর্তী প্রজন্ম হয়েছে বিভ্রান্ত।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠেয় এ বৈঠকের মূল প্রতিপাদ্য বিষয় ‘যুদ্ধাপরাধের বিচার ও বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা: ব্লগার ও সচেতন প্রজন্মের চোখে। ’
দেশের বৃহত্তম জনগোষ্ঠী তরুণ প্রজন্মকে ইতিহাস ও রাজনীতি-সচেতন করার মধ্য দিয়ে স্বাধীনতার গৌরবকে সমুন্নত রাখার জন্য কাজ করে চলেছে স্বপ্নের স্বদেশ ফোরাম।
বাংলাদেশে বহুদিন ধরেই সাইবার জগতে মুক্তিযুদ্ধ নিয়ে বহু কর্মসূচি পরিচালিত হয়েছে। যুদ্ধাপরাধীদের বিষয়েই চলছে আন্দোলন। সে আন্দোলনকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই এ আয়োজন।
বর্তমান সরকারের স্লোগান ‘ডিজিটাল বাংলাদেশ’ আর ব্লগাররা ডিজিটাল প্রজন্মেরই সক্রিয় প্রতিনিধি। যেখানে শিক্ষিত ও সচেতন তরুণ জনগোষ্ঠীর বড় ধরনের প্রভাব রয়েছে। তাই যুদ্ধাপরাধ ইস্যুতে তাদের সম্মিলিত কণ্ঠস্বর ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছে স্বপ্নে স্বদেশ ফোরাম।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্রকার নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। সভাপতিত্ব করবেন ওয়ার ক্রাইমস ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির আহবায়ক ডা. এম এ হাসান।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২