স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফার্মেসি বিভাগে হয়ে গেল নবীন বরণ অনুষ্ঠান।
শুক্রবার স্টেট ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ফার্মেসি বিভাগের মাস্টার্স কোর্সের পঞ্চম ব্যাচের ১৪২ জন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয় এ নবীন বরণ অনুষ্ঠান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ফার্মেসি বিভাগের পরামর্শক অধ্যাপক ড. মোঃ আব্দুর রশিদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ফার্মেসি বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীদের ফামের্সি সেক্টরে আরো দক্ষতার সঙ্গে সেবা প্রদানের জন্য আহবান জানান।
নবীন বরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ফার্মেসি বিভাগের একাডেমিক অ্যাফেয়ার্সের প্রধান মোঃ সাইফুল ইসলাম পাঠান, সরকারী প্রভাষক মোঃ শাইখুল মিল্লাত ইবনে রাজ্জাক। সব শেষে বক্তব্য রাখেন এম.ফার্ম কোর্সের সমন্বয়ক মোঃ হানিফ উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১২