লন্ডন: ছেলে হয়ে জন্মালেও তার মেয়ে হয়ে থাকতেই বেশি ভাল লাগত। পোশাক-আশাকও পরতেন মেয়েদের।
এরপর দাপিয়ে মডেলিং করেছেন। সর্বশেষ এখন তিনি মিস ইংল্যান্ড সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন। এই প্রতিযোগিতায় ব্রিটেনের সব সুদর্শনাকে হারিয়ে সেরা সুন্দরী হয়তো বা হয়ে যেতেও পারেন তিনি।
জ্যাকি গ্রিন নামের একদার (!) ওই তরুণ তার ১৬তম জন্মবার্ষিকীতে অস্ত্রোপচার করে পুরোদস্তুর তরুণী হয়ে গেলেন। এর আগে কোনো ব্রিটিশ এতো কম বয়সে স্বইচ্ছায় লিঙ্গ পরিবর্তন করেনি। তবে জ্যাকি তার নিজ দেশ নয়, পরিবর্তনের কাজটি করেছেন এশিয়ার থাইল্যান্ডে। এখন তার বয়স ১৮ বছর অর্থাৎ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার পক্ষে উপযুক্ত বা প্রাপ্ত বয়ষ্ক।
ইংল্যান্ডের লিডসে জন্ম নেওয়া ইংরেজ সন্তান জ্যাকি ইতোমধ্যেই মডেলিং জগতে বেশ সাড়া ফেলে দিয়েছেন। নিজের এই অবস্থান থেকে নারীদের ওপর পীড়নের বিরুদ্ধে এবং হিজড়াদের পক্ষে কথা বলার একটা সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করেন জ্যাকি।
তিনি বলেন, ‘মিস ইংল্যান্ড একটি মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা। আমি জিতলেই খুশি হব। অনেকের মতো আমারও সেখানে একটা ভাল সুযোগ রয়েছে। ’
জ্যাকির পারিবারিক সূত্রে জানা যায়, চার বছর বয়স থেকেই তিনি লিঙ্গ পরিবর্তন করতে চাইতেন। তার বয়স যখন দশ বছর তখন থেকেই তিনি মাথায় লম্বা চুল আর মেয়েদের ইউনিফর্ম পরে স্কুলে যেতেন।
জ্যাকির বয়স যখন ১২ বছর তখন তার মা সুসি (৪৩) তাকে যুক্তরাষ্ট্রের একটি ক্লিনিকে নিয়ে যান। পুরুষ হিসেবে শারীরিক বিকাশ বন্ধ করার জন্য সেখানে তাকে হরমোন চিকিৎসা দেওয়া হয়। আর অস্ত্রোপচার করে জ্যাকিকে মেয়ে বানানোর অর্থ যোগাতে সুসি ২৮ হাজার পাউন্ডে তার বাড়িটি পর্যন্ত বন্ধক রেখেছেন।
তবে জ্যাকির পুরুষ থেকে নারীতে রূপান্তর যাত্রার পথটি এতটা কুসুমাস্তীর্ণ ছিল না মোটেই। তার নারী হিসেবে চলাচল চেষ্টার বিরুদ্ধে মানুষের জ্বালাতন তাকে কম সইতে হয়নি। এরই ধারাবাহিকতায় উত্যক্তকারীদের টিটকিরি আর বিদ্রুপের হুল সইতে না পেরে জ্যাকি পাঁচ পাঁচবার আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে সন্তানের এমনসব ভয়বহ বিপদে বারবার ঢাল হয়ে তাকে রক্ষা করেছেন মমতাময়ী মা সুসি।
এ ব্যাপারে জ্যাকি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি মাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব না। তিনি আমার জীবন বাঁচিয়েছেন। ’
জ্যাকি এখন সুন্দরী প্রতিযোগিতার মিস ফ্রেশ ফটোগ্রাফিক পর্বে রয়েছেন। সেমিফাইনালে যেতে পারবেন কি না তা নির্ভর করছে দর্শক-ভোটের ওপর।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১২