ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

মৃত্যুর পরও ফেসবুক!

রবাব রসাঁ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৬, জানুয়ারি ১৫, ২০১২
মৃত্যুর পরও ফেসবুক!

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যোগ হয়েছে নতুন এক অপশন। এর মাধ্যমে একজন ফেসবুক ব্যবহারকারী তার মৃত্যুর পর ফেসবুকের দেয়ালে তার শেষ ইচ্ছা প্রকাশ করতে পারবেন।



কিন্ত এ বিষয়ে একটু দায়িত্ব পালন করতে হবে ব্যবকারীর তিন বন্ধুকে। তারা হবেন ব্যবহারকারীর স্ট্রাস্টি।

এই স্ট্রাস্টিই নিশ্চিত করে দিবেন তাদের বন্ধুর মৃত্যুর খবরটি।

একটি ইসরাইলি প্রতিষ্ঠান তৈরি করেছে এই নতুন অ্যাপলিকেশন। এর নাম দেয়া হয়েছে ‘ইফ আই ডাই’।

তবে ওয়েবসাইটির মতে, এখনো এমন কোনো অপশন তৈরি করা যায়নি যার মাধ্যমে একজন ফেসবুক ব্যবহারকারীর মৃত্যুর পর তার শেষ বাণীটা আপনা-আপনি আপলোডেড হয়ে যাবে।

তাই একজন ফেসবুক ব্যবহারকারীকে তার ফ্রেন্ডলিস্ট থেকে তিনজন বন্ধুকে স্ট্রাস্টি হিসেবে নির্বাচিত করতে হবে। এই বন্ধুরাই তাদের বন্ধুর মৃত্যুর খরবটি নিশ্চিত করবেন ফেসবুকের কাছে।

আর তখনই মৃত বন্ধুর শেষ ইচ্ছাটি পোস্ট করা হবে তার ফেসবুকের দেয়ালে।

ফেসবুক ইতোমধ্যে একটি মেমোরিয়াল সার্ভিস বা স্মরণসভার ব্যবস্থাও করেছে। যখনই একজন ব্যবহারকারীর মৃত্যুর খবর নিশ্চিত হবে, তখনই আপনা-আপনি একটি মেমোরিয়াল পেইজ খুলে যাবে।

তবে, একটু কষ্টের ব্যাপার হলো- অনিবার্য কারণবশতঃ মৃত ব্যক্তি মেমোরিয়াল পেইজটি দেখতে পাবেন না। এ পেইজটি শুধু মৃতব্যক্তির জীবিত বন্ধুরাই দেখতে পারবেন।

বাংলাদেশ সময় : ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।