ঢাকা: মাত্র এক ঘণ্টায় এক থালি আমড়া বিক্রি করে ফেলেছেন মোহাম্মদ সালেক। শেষ ৩০টি আমড়া একবারেই বিক্রি করে মুহূর্তেই সেরে ফেলেছেন এদিনের ব্যবসা।
শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-৫ আসনে সংসদ সদস্য পদে উপনির্বাচনে ভোটগ্রহণ পর্ব চলছে। সকাল ৯টায় শুরু হওয়া এ পর্ব চলবে একটানা বিকেল ৫টা পর্যন্ত।
দিনের শুরুতে অনেকটা নিরুত্তাপ আমেজে ভোট শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যস্ত হতে শুরু করে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র। প্রধান দুই আলোচিত প্রার্থী— আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম এবং বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ উভয়েই সকালে কেন্দ্রটি পরিদর্শন করায়, সেখানে উত্তেজনা ও নেতাকর্মীদের ভিড় বেশ চোখে পড়ার মতো।
জীবন ও জীবিকার তাগিদে আমড়া বিক্রি করতে ঘটনাস্থলে আসেন সালেক। ব্রাহ্মণবাড়িয়ার সালেক ঢাকার দয়াগঞ্জে থাকেন। যানজটে আটকে থাকা পরিবহনে আমড়া বিক্রি করেন তিনি। তবে নির্বাচন উপলক্ষে এখানে এসেছেন অধিক মুনাফার আশায়।
কেন্দ্রের বাইরে প্রায় ঘণ্টাখানেক আমড়া বিক্রি করেন সালেক। শেষ ৩০টি আমড়া বিক্রি করেছেন তিন মিনিটেরও কম সময়ে। কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ সমর্থিত নারী নেতাকর্মীদের ভিড়ে নজরে আসলে মুহূর্তেই শেষ হয়ে যায় সালেকের আনা বরিশালের আমড়া।
বাংলানিউজকে সালেক বলেন, ‘আমি এমনিতে বাসে বাসে বিক্রি করি। আজ নির্বাচন জেনে দয়াগঞ্জ থেকে এখানে এসেছি। প্রায় ঘণ্টাখানেক ঘুরে ঘুরে বিক্রি করছিলাম। ৩০টা বাকি ছিল। এক আপা আমড়া কিনতে ডাকলেন। এখানেই সব শেষ। এখন চলে যাবো। মোট ৯০টা নিয়ে এসেছিলাম। প্রতি পিসের দাম ১০ টাকা। ’
দিন শেষে ভোটের হিসেব-নিকেশ যাই হোক না কেন, সালেকের আয় বেশ ভাল হলো বলে খুশি তিনি।
একই অবস্থা এখানে আসা অন্য ভ্রাম্যমাণ বিক্রেতাদের। মাত্র ১৫ মিনিটে ৩০০ টাকার ডাব বিক্রি করেছেন সায়েদাবাদ থেকে আসা মোহাম্মদ জাকির। বাদাম বিক্রিও ভালো চলছে বলে জানান আরেক হকার আনিছ মিয়া।
দেশ, রাজনীতি, ভোট এসব ছাপিয়ে নিজেদের কাজে মগ্ন এ ব্যবসায়ীরা। আমড়া বিক্রেতা সালেক বলেন, ‘শুনছি এখানে ভোট হচ্ছে। কে বলে এমপি হবে। তাতে আমার কী? আমাকে আমড়া বিক্রি করেই খেতে হবে। ’
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
এসএইচএস/এমএমআই/এফএম