‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’ মান্না দে গাওয়া এ গানটি সব বয়সের মানুষকে নিয়ে যায় তারুণ্য। আড্ডার প্রতি এমন হাহাকার করা গান হৃদয় ছুঁয়ে যায় সবার।
ক্যাম্পাসের মাঠে কিংবা চায়ের দোকানে অথবা ক্যান্টিনে, কোথায় নেই আড্ডা! আড্ডাতেই তারুণ্যের প্রাণ। সে আড্ডা আবার পেয়েছে ভিন্ন মাত্রা। শুরু হয়েছে ভার্চুয়াল আড্ডা।
শুরুতেই আসা যাক ক্যাম্পাস আড্ডা নিয়ে। আড্ডার বিষয়ে কী থাকে? কখনো দেশ কাঁপানো রাজনীতি, না হয় নিছক ক্লাসের ভালো লাগা কোন মেয়ের গল্প! আবার পড়াশোনার বিষয়ও উঠে আসে আড্ডায়। কবে, কখন, কোন ক্লাস বা ক্লাস টেস্ট এসবই আড্ডায় স্থান পায়। তারপরও বিষয় ঠিক রেখে কী আর আড্ডা দেওয়া যায়?
আড্ডা শুরু হয় এক বিষয় নিয়ে আবার কখনো তা শেষ হয় সম্পূর্ণ ভিন্ন বিষয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবিদ বলতে চায়, ‘আড্ডার কোনো বিষয় থাকে না। বিষয় ঠিক হলে তো আড্ডা হলো না’। অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থী জুবায়ের মনে করেন, আড্ডার বিষয় থাকা উচিত। আড্ডা থেকেই জীবনের গতিপথ বদলে যেতে পারে।
আড্ডার আবার ভিন্নতাও আছে। ক্যাম্পাসের আড্ডা এক রকম আর পড়ন্ত দুপুরের আড্ডা অন্যরকম রকম। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যার আড্ডার মজাটা অন্যরকম। বলছিলেন শাহেদ। তিনি বলেন, ‘কল্পনা করুন তো, আপনারা কয়েকজন বন্ধু মিলে লেকের পাড়ে কিংবা সুবিশাল মাঠে বসে আড্ডা দিচ্ছেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল চোখের পলকে। দিনের আলো থেকে নিয়ন আলোর অদ্ভুত শহরে আপনারা কয়েকজন, কয়েকটি পরিচিত মুখ। কী অসাধারণ মুহূর্ত এটি!’
এ তো গেল মুখোমুখি আড্ডার কথা। এখন মুখোমুখি আড্ডার পাশাপাশি যুক্ত হয়েছে ভার্চুয়াল আড্ডা। ইন্টারনেট তার প্রধান মাধ্যম। ব্লগ, ফেসবুক, ই-মেইল সর্বোপরি ‘চ্যাট’ শব্দটির সাথে সবাই কম-বেশি পরিচিত। আপনি যখনই যেখানে থাকুন না কেন, আপনার হাতের পাশে থাকা ল্যাপটপ বা মোবাইল ফোন দিয়ে ঢুকে পড়ুন আপনার পরিচিতজনদের নিয়ে গড়া কোন একটি চ্যাট রুমে। ব্যাস, সময় কিভাবে চলে যাবে বুঝতেই পারবেন না। ভার্চুয়াল আড্ডার মাধ্যমে সবাই মুহূর্তেই দেশ থেকে দেশান্তরে, দূর-দূরান্তে ঘণ্টার পর ঘণ্টা চ্যাট তথা আড্ডা দিয়ে যাচ্ছে। সব সময় বন্ধুদের সঙ্গে থাকছে নিরবিচ্ছিন্ন যোগাযোগ।
ভার্চুয়াল আড্ডার মধ্যে আরো একটি বিশেষ আড্ডা হচ্ছে ব্লগ। যেখানে সকলেই সমানভাবে মত প্রকাশের সুযোগ ও প্ল্যাটফর্ম পায়। আলোচনা হয় দেশ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি থেকে শুরু করে কখনও কখনও কোন এক ফুটপাতের গল্প নিয়েও।
রাস্তার মোড় থেকে ক্যাম্পাসের ক্যান্টিন কিংবা কোন এক রোমান্টিক চ্যাট রুম থেকে অগ্নিঝরা কোন ব্লগ পোস্ট সব আড্ডাতে থাকে তারুণ্যের উচ্ছাস। তাই তো আড্ডাই হচ্ছে তারুণ্যের প্রাণ।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১