ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

সংসার ২৪ ঘণ্টারও কম, তালাক পেতে ৩০ বছর!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০২, জানুয়ারি ১৯, ২০১২
সংসার ২৪ ঘণ্টারও কম, তালাক পেতে ৩০ বছর!

তাদের দাম্পত্য সম্পর্ক স্থায়ী ছিল ২৪ ঘণ্টারও কম সময়। কিন্তু স্বামীর স্ত্রীর সম্পর্ক চুকাতে সময় লেগেছে ৩০ বছর।

২৫ বছর আইনী লড়াই চলার পর গত সোমবার হাইকোর্ট তাদের তালাক কার্যকরের পক্ষে রায় দিয়েছেন।

আলোচিত এ দম্পতির বিয়ে হয়েছিল ১৯৮২ সালে।

পত্রিকায় প্রকাশিত খবরে জানা গেছে, স্ত্রী তাকে ত্যাগ করে চলে যাওয়ার সূত্রে ২৫ বছর আগে (১৯৮৭) স্বামী তালাক প্রার্থনা করে নিম্ন আদালতে আর্জি পেশ করেছিলেন। ১৯৯৬ আদালত তার পক্ষে রায় দেন। কিন্তু স্ত্রী ওই আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করেন। এরপর দীর্ঘ আইনী লড়াইয়ের পর গত সোমবার হাইকোর্ট আপিল খারিজ করে দিলে তালাকের পক্ষে দেওয়া নিম্ন আদালতের রায় বহাল থাকে।

হাইকোর্টের রায়ে বলা হয়- স্ত্রী তার স্বামীকে ত্যাগ করে নিজেই চলে গিয়েছিলেন। এ ঘটনা তালাকের বৈধতার পক্ষে যায়। বিচারক রায় ঘোষণার সময়ে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ইঙ্গিত করে মন্তব্য করেন- এ ধরনের ঘটনা দেখার পর মনে হয়- অনেকেই তাদের বিবাহিত জীবনকে গুরুত্বের সঙ্গে নেয় না।

হিন্দি দৈনিক নবভারত টাইম্স-এর রিপোর্টে সংশ্লিষ্ট স্বামী-স্ত্রীর নাম-পরিচয় ও ঠিকানা গোপন করে জানানো হয়- ১৯৮২ সালের ৩০ জুন তাদের বিয়ে হয়। নিয়ম মোতাবেক নববধূ স্বামীর সঙ্গে তার শ্বশুরবাড়িতে যান। পরদিন ১ জুলাই তিনি কিছু সময়ের জন্য মায়ের বাড়িতে ‍আসেন। এরপর তিনি স্বামীর ঘরে ফিরে না আসলে স্বামী তাকে আনতে যান। কিন্তু স্বামীর বিরুদ্ধে তিনি প্রতারণার অভিযোগ করেন।

এসময়ে শ্বশুর-শাশুড়ির কাছে স্বামী জানতে পারেন, স্ত্রী তার বোনের বাড়িতে গিয়েছেন।

এরপর তিনি শালীর বাড়িতে গিয়ে স্ত্রীকে ফিরিয়ে আনতে চান। কিন্তু তিনি ফিরে আসতে অস্বীকৃতি জানান। এর ৫ বছর পর স্বামীকে ত্যাগ ও নিষ্ঠুরতার অভিযোগে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন নিম্ন আদালতে। দীর্ঘ কয়েক বছর মামলা চলার পর ১৯৯৬ সালে স্বামীর পক্ষে তালাকের রায় দেন।

স্ত্রী এর বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা আপিলে জানান, তার স্বামী তার সঙ্গে প্রতারণা করেছেন। তিনি বিয়ের পরপরই তার কাছে স্কুটারের জন্য বায়না ধরেন। এসব কারণে তিনি শ্বশুরবাড়ি ছেঢ়ে যান।

তবে হাইকোর্ট তার বক্তব্য খারিজ করে দিয়ে জানান, যেভাবে ওই নারী তার স্বামীর ঘর ত্যাগ করেছেন তা আইনগতভাবে তালাকের পক্ষে যায় এবং সে মোতাবেক নিম্ন আদালতের দেয়া রায় সঠিক।

বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, ১৮ জানুয়ারি, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।