ভায়াগ্রা নাকি অশীতিপর বৃদ্ধকেও ২৫ বছর বয়েসি টগবগে যুবকে পরিণত করতে পারে! এটি গ্রহনের পর অবসন্ন ও নিস্তেজ দেহ-মন হয়ে ওঠে সতেজ। বিছানায় ভালো পারফরমেন্স দেখাতেও নাকি এর জুড়ি নেই!
ভায়াগ্রা প্রেমিকদের নামের তালিকায় যুক্ত হয়েছেন তাই বিশ্বের নামি-দামি অনেক সেলিব্রেটিসহ রাষ্ট্রনায়ক পর্যন্ত! তাদের কাছে যৌন উত্তেজক হিসেবে এই ট্যালেট পেয়েছে বিষেশ মর্যাদা ও কদর!
মূলতঃ বিষন্নতা, অবসন্নতা বা নিস্তেজ দেহ মন (বিশেষ অঙ্গ) যাতে মুহূর্তে সতেজ হয়ে ওঠে তার হাতিয়ার হিসেবেই ভায়াগ্রার আবিষ্কার।
তবে; ভায়াগ্রা প্রয়োগে নিস্তেজ-নুয়ে পড়া ফুল মুহূর্তেই সতেজে টগবগে যুবকের মতো দাঁড়িয়ে পড়বে, এমনটি কি ভেভেছি আমরা।
কিন্তু; বিক্রির উদ্দেশ্যে বাগান থেকে কেটে আনা ফুল অধিক সময় সতেজ রাখার বিশেষ টিপস হিসেবে জনপ্রিয় টিভি সেলেব্রেটি গার্ডেনার ডেভিড ডোমোনি এমন আইডিয়াই দিয়েছেন।
তিনি, চ্যানেল- ৫-এ ‘গার্ডেন ইআর’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করেন।
ডেভিড ডোমোনির মতে- মাত্র এক মিলিগ্রাম ভায়াগ্রা বাগান থেকে কেটে ফেলা ফুলগুলোকে বাড়তি এক সপ্তাহ পর্যন্ত সতেজ রাখতে পারে। এ কাজে ৫০ মিলিগ্রাম ভায়াগ্রার একটি স্ট্যান্ডারড ট্যাবলেটের মাত্র এক মিলিগ্রামই যথেষ্ট। ক্ষেত থেকে কেটে ফেলার পর ফুলগুলো যাতে ফুলদানিতে নুঁয়ে না পড়ে সতেজ তাগড়া ঘোড়ার মত ঘাড় উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে তার জন্য প্রয়োজন স্বল্প মাত্রার ভায়াগ্রা!
ভায়াগ্রার মতোই পানিতে দ্রবনীয় অ্যাসপিরিনও একইভাবে কাজ করে। নুয়ে পড়া কিছু ফুলের কাণ্ড পানিতে ভিজেয়ে রেখে তাতে একটি ট্যাবলেট ছেড়ে দিলেই এর প্রমাণ পাওয়া যায়।
হর্টিকালকালচারাল বা উদ্যান পরিচর্চায় ভায়াগ্রা প্রয়োগের বিষয় সম্পর্কে বিষেশজ্ঞ চিকিৎসকরা এ সংবাদে পুরুষদের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া হবে না বলে মন্তব্য করেন।
তারা মনে করেন- ফুলের বা উদ্ভিদের সতেজতা বৃদ্ধিতে ভায়াগ্রার ব্যবহার বিষয়টি একটি নির্দিষ্ট বয়স পার হওয়া কোনো কোনো দম্পতির মধ্যে ব্যপক উত্তেজনার সৃষ্টি করবে।
ডোমোনি বলেন- ভায়াগ্রা নামের ড্রাগটিতে রয়েছে নাইট্রিক অক্সরাইড। এই রসায়নটি পুরুষের বিষেশ নিস্তেজ (ইম্পোটেন্স) অঙ্গের মাংসপেশীর রক্ত প্রবাহ বাড়িয়ে এটিকে সতেজ করে তোলে।
একইভাবে এটি বাড়িয়ে তোলে ফুলের সজীবতাও। এমনকি বিলম্বিত করে তাদের ‘মৃত্যু’কেও।
উদ্ভিদের সতেজতা বৃদ্ধিতে ভায়াগ্রা প্রয়োগের বিষয়টি সর্বপ্রথম আবিষ্কার করেন অস্ট্রেলিয় বিজ্ঞানীরা। এ বিষয়ে বৃটিশ মেডিক্যাল জার্নালে একটি নিবন্ধও প্রাকাশিত হয়।
এখন বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন উদ্ভিদের সতেজতা বৃদ্ধিতে ভায়াগ্রার নতুন ভার্সন তৈরির জন্য।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ২২ জানুয়ারি, ২০১২