ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

মার্কিন টিভি উপস্থাপকের কাণ্ড: স্বর্ণমন্দির প্রমোদকেন্দ্র!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৭, জানুয়ারি ২৩, ২০১২
মার্কিন টিভি উপস্থাপকের কাণ্ড: স্বর্ণমন্দির প্রমোদকেন্দ্র!

ওয়াশিংটন: শিখদের পবিত্র তীর্থিভূমি স্বর্ণমন্দিরকে ‘প্রমোদগৃহ’ বলে বয়ান করেছেন যুক্তরাষ্ট্রের এক টিভিশো উপস্থাপক। এ ঘটনাকে কেন্দ্র করে শিখ ধর্মাবলম্বীসহ ভারতীয়দের ‍মাঝে চরম উত্তেজনা দেখা দিয়েছে।



জে লেনো নামের জনপ্রিয় ওই আমেরিকান উপস্থাপক ‘দ্য টুনাইট উইথ জে লেনো’ নামের টিভি শোতে ভারতের পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত শিখ ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থ ‘শ্রী দরবার সাহেব’ অর্থাৎ স্বর্ণমন্দিরকে ওই অসম্মানজনক অভিধায় অভিহিত করেন। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নয়াদিল্লি একে ‘দুর্ভাগ্যজনক‘ বলে মন্তব্য করেছে।

জানা গেছে, এনবিসি টিভি চ্যানেলের ওই জনপ্রিয় অনুষ্ঠানে জে লেনো স্বর্ণমন্দিরের ছবি প্রদর্শন করে ধর্মীয় ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী এ ভবনকে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি’র সম্ভাব্য গ্রীষ্মকালীন অবকাশকেন্দ্র হিসেবে মন্তব্য করেন।

উল্লেখ্য, অবৈধ সম্পত্তি ও ট্যাক্স ফাঁকির অভিযোগে এখন বিরোধীপক্ষের প্রচণ্ড তোপের মুখে ‍আছেন রমনি।

বর্তমানে যুক্তরাষ্ট্র সফররত ভারতের ওভারসিজ অ্যাফেয়ার্স মন্ত্রী ভায়ালার গত রবি রোববার এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূত নিরুপমা রাওকে বিষয়টি সেদেশের স্টেট ডিপার্টমেন্টের কাছে উপস্থাপন করার নির্দেশ দিয়েছেন।

রবি সাংবাদিকদের বলেন, ‘স্বর্ণমন্দিরের ছবি দেখিয়ে এ ধরনের মন্তব্য করা খুবই দুর্ভাগ্যজনক এবং আপত্তিকর। স্বর্ণমন্দির শিখদের সবচেয়ে পবিত্র তীর্থভূমি। এমনকি আমাদের প্রধানমন্ত্রীও নববর্ষে সেখানে গিয়েছিলেন প্রার্থনায় যোগ দিতে। আমি বিশ্বাস করি, যিনি এ ধরনের মন্তব্য করছেন তিনি বিষয়টি সম্পর্কে অজ্ঞ নন। যুক্তরাষ্ট্র সরকারেরও উচিৎ এ ধরনের বিষয় নজরে রাখা। ’

তিনি আরও বলেন, ‘অন্যদের অনুভূতিতে আঘাত করার অর্থ স্বাধীনতা নয়। ’

নবভারত টাইম্স ও এনডিটিভি জানায়, গত ১৯ জানুয়ারি জে লেনো’র করা ওই মন্তব্য যুক্তরাষ্ট্রে বসবাসরত শিখ সম্পদায়কে চরম ক্ষুব্ধ করে তুলেছে। তারা এরই মধ্যে লেনো’র বিরুদ্ধে একটি অনলাইন পিটিশন দাখিল করেছেন। এছাড়া শিখরা তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে ফেসবুকে একটি আলাদা পেজ খুলেছে এবং নিউইয়র্কে এনবিসি টিভি চ্যানেলের অফিসের সামনে বিক্ষোভের ঘোষণা দিয়েছে।

এ ব্যাপারে মন্তব্য করার জন্য জে লেনোকে পাওয়া যায়নি।

এই প্রথম নয়
শিখদের অনুভূতি নিয়ে আপত্তিকর মন্তব্য করার ঘটনা জে লেনোর এটাই প্রথম নয়। এর আগে ২০০৭ সালে তিনি শিখদের মাথার পাগড়ি নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেন। তিনি শিখদেরকে ‘ডায়পার হেড্স’ বলে টিপ্পনি করেন সেবার। এরপর ২০১০ সালে ওবামার ভারত সফরের প্রাক্কালে তিনি আরেক বিতর্কের সৃষ্টি করেন একথা বলে যে, সফরকালে ওবামার স্বর্ণমন্দিরে যাওয়া উচিৎ হবে না। কারণ সেখানে গেলে তাকে পাগড়ি পরতে হবে।

লেনোর এহেন কাণ্ডের প্রতিবাদে সেবার শিখ ধর্মগুরু ভাই হরজিত সিং খালসা একটি অনলাইন প্রচারণা চালান যাতে বলা হয়- লেনো এ ধরনের আপত্তিকর টিপ্পনির দ্বারা যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন ভঙ্গ করেছেন।

বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, ২৩ জানুয়ারি, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।