প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১, ১২ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ, ১২ জমাদিউস সানি ১৪৪২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
১৫৩১: পর্তুগালে লিসবন শহরে শক্তিশালী ভূমিকম্পে প্রায় এক হাজার মানুষ নিহত হন।
১৫৬৫: বিজয়নগর সাম্রাজ্য ও দক্ষিণাত্যের সুলতানি রাজ্যের মধ্যে তালিকোটার যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের ফলে ভারতের সর্বশেষ হিন্দু রাজত্ব বিজয়নগরের পতন ত্বরান্বিত হয়েছিল।
১৬৯৯: কার্লোউইজ সন্ধি অনুসারে তুরস্ক এবং অস্ট্রিয়া, পোল্যান্ড, ভিনিস ও রাশিয়ার মধ্যে সংঘটিত মহাযুদ্ধের অবসান হয়।
১৭৮৮: গভর্নর আর্থার ফিলিপ অস্ট্রেলিয়ার সিডনি প্রতিষ্ঠা করেন।
১৮৪১: হংকং ব্রিটিশ সার্বভৌম ভূখণ্ডে পরিণত হয়।
১৯১৮: ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে।
১৯৩০: ভারতীয় জাতীয় কংগ্রেস ২৬ জানুয়ারিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করে।
১৯৫০: ভারতের সংবিধান কার্যকর হয়। রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
১৯৫২: ঢাকার পল্টন ময়দানে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন।
১৯৬৫: হিন্দি ভারতের কেন্দ্রীয় সরকারের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পায়।
১৯৭২: বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সাইপ্রাস।
১৯৮২: তালিবাবাদে বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপিত হয়।
১৯৮৬: ইসরায়েল ও মিসরের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়।
২০০১: ভারতের গুজরাটে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারান।
২০০৪: রাষ্ট্রপতি হামিদ কারজাই আফগানিস্তানের নতুন সংবিধানে স্বাক্ষর করেন।
জন্ম
১৮৫০- এডওয়ার্ড বেলামি, মার্কিন লেখক ও সমাজতন্ত্রী
১৮৮৪- এডওয়ার্ড স্যাপির, মার্কিন ভাষাবিজ্ঞানী
১৯৬৩- হোসে মরিনহো, পর্তুগিজ ফুটবল ম্যানেজার ও সাবেক ফুটবল খেলোয়াড়
মরিনহো পরপর চারটি লিগ শিরোপা (পোর্তোর পক্ষে দু’টি এবং চেলসির পক্ষে দু’টি) এবং পোর্তোর হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা কাপ জিতেছেন। তাছাড়া পরপর দু’বছর (২০০৪ ও ২০০৫) মরিনহো আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থার বিচারে শ্রেষ্ঠ ফুটবল কোচ নির্বাচিত হন। তিনি বর্তমানে টটেনহাম হটস্পারের কোচ। এর আগে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবের ম্যানেজার ছিলেন।
মৃত্যু
১৮২৩: এডওয়ার্ড জেনার, ইংরেজ চিকিৎসক, গুটি বসন্তের টিকার আবিষ্কারক।
১৯৬৯: অনুকূলচন্দ্র ঠাকুর, বাঙালি ধর্মসংস্কারক
২০১৪: হোসে এমিলিও পাচেকো, মেক্সিকান কবি, উপন্যাসিক, নাট্যকার, ছোটগল্পকার, অনুবাদক ও প্রাবন্ধিক।
২০১৬: সাহেবজাদা ইয়াকুব খান, সাবেক পূর্ব পাকিস্তানের গভর্নর
২০১৮: সুপ্রিয়া দেবী, ভারতীয় বাঙালি অভিনেত্রী
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
এফএম