ক্লাসের একঘেয়েমি পড়াশোনা থেকে কিছুটা মুক্তি ও সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ফার্মেসি বিভাগের উদ্যোগে ২৮ জানুয়ারি শনিবার থেকে শুরু হলো ‘ফার্মা উইক-২০১২’।
২৮ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী ফার্মা উইকের মধ্যে বিভিন্ন আয়োজনে রয়েছে র্যালি, ইনডোর গেমস (টেবিল-টেনিস, ক্যারাম প্রতিযোগিতা, দাবা প্রতিযোগিতা, লুডু প্রতিযোগিতা, বেলুন ফোলানো), আউটডোর গেমস (আন্তঃ ব্যাচ ক্রিকেট প্রতিযোগিতা, ব্যাডমিন্টন প্রতিযোগিতা, হিট দ্যা স্ট্যাম্প, গোল দ্যা পোস্ট), চলচ্চিত্র প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা, পিকনিক এবং শেষ দিন পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
৩০ জানুয়ারি র্যালিতে নেতৃত্ব দিয়ে ফার্মা উইকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট ডাঃ এ.এম শামিম। এ ছাড়াও আগামী ৪ ফেব্রুয়ারি সমাপণী, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাপেক্স ফার্ম লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এ.এম ফারুক।
ফার্মা উইক নিয়ে এসইউবি’র ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ড. রেবেকা বানু বলেন, ‘আমরা প্রতি বছরই সহশিক্ষার কার্যক্রম হিসেবে সাফল্যের সঙ্গে এই আয়োজন করে আসছি। আমাদের শিক্ষার্থীরা এই আয়োজনে উৎসাহমূলকভাবে অংশগ্রহণ করে থাকে যার ফলে তাদের পড়ালেখার পাশাপাশি সহশিক্ষায় দক্ষতা অর্জন করতে পারে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি তাদের অন্যান্য প্রতিভা বিকাশের সুযোগ প্রদানই আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য। ’
সপ্তাহব্যাপী ফার্মা উইকের অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১২