ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

জাবিতে অর্থনীতি বিভাগে পুনর্মিলনী

ওয়ালিউল্লাহ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, জানুয়ারি ২৮, ২০১২
জাবিতে অর্থনীতি বিভাগে পুনর্মিলনী

উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল ১৮তম ব্যাচের ৩য় ও অর্থনীতি বিভাগের ৬ষ্ঠ পুনর্মিলনী।

‘এবার আবার আমরা সবার’ এই স্লোগান নিয়ে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছায়া মঞ্চে অনুষ্ঠিত হয় ১৮তম ব্যাচের ৩য় পুনর্মিলনী।



দুপুর ১২ টায় আনন্দ র‌্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। র‌্যালিটি ছায়ামঞ্চ হতে শুরু হয়ে শহীদ মিনারে এসে শেষ হয়। র‌্যালিতে ১৮ তম ব্যাচের শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা অংশ গ্রহণ করে।

দিনব্যাপী এ আয়োজনে ছিল স্মৃতিচারণ, শিশুদের খেলাধুলার আয়োজন, দুপুরে ও সন্ধ্যায় ছায়ামঞ্চে নিজেদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৮ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জামাল উদ্দীন বলেন, সবার মধ্যে আন্ত:সম্পর্ক বৃদ্ধিও জন্যেই আর বিশ্ববিদ্যালয় জীবনের কথা স্মৃতিচারন করতেই আমাদের এ আয়োজন।   অনেক বন্ধুদের একসঙ্গে পেয়ে মনে হচ্ছে সেই শহীদ সালাম বরকত হলের সামনে আড্ডা দিচ্ছি। আমরা ১৮ তম ব্যাচ ১৯৮৯ সালে অক্টোবরে ক্লাস শুরু করি। আমাদের রয়েছে গৌরবোজ্জল ইতিহাস আমরাই  ১৮ তম ব্যাচ একসময় জাকসুর নেতৃত্ব দিয়েছি।

অপর দিকে শুক্রবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপি পূনর্মিলনী অনুষ্ঠানের কর্মসূচী শুরু করে অর্থনীতি বিভাগ।

র‌্যালি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির। র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে সমাজবিজ্ঞান ভবনে এসে শেষ হয়। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শুরু হয় স্মৃতিচারন অনুষ্ঠান।

বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে স্মৃতিচারন করেন। স্মৃতিচারন শেষে শুরু হয় আড্ডা আর ঘুরাঘুরি। অনেকে তাদের পরিবারের সদস্যদের নিয়ে ক্যাম্পাসের সৌন্দর্য উপভোগ করে। সবশেষে সন্ধায় মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা গান পরিবেশন করবেন।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।