ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

মধ্যরাতে কবি গানের আসর

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, জানুয়ারি ৩০, ২০১২
মধ্যরাতে কবি গানের আসর

গোপালগঞ্জ: পৌষ-মাঘের মধ্যরাতে চাঁদোয়ার নিচে উৎসুক দর্শকের সারি। হ্যাজাক লাইটের আলোয় উদ্ভাসিত মঞ্চে দুই কবিয়ালের বিষয়ভিত্তিক বাকযুদ্ধ, তর্ক-বিতর্কে মুগ্ধ দর্শকদের নির্ঘুম রাত...।



কবিগানের এই দৃশ্যকল্প এখন শুধুই অতীত। সময়ের বিবর্তনে এমন অনেক লোকজ উৎসবই হারিয়ে গেছে। কিন্তু শেকড় সন্ধানী কিছু মানুষ সেই স্মৃতি তর্পণে আনন্দ পান। কিছু সময়ের জন্য হলেও ফিরে যেতে চান পুরনো সেই স্মৃতির অলিন্দে।
 
এমন ভাবনা থেকেই ফি বছর সরস্বতী পূজার পরের দিন গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে বসে কবি গানের আসর। এবারও স্থানীয় পূজা উদযাপন কমিটি কবি গানের আয়োজন করে।

রোববার রাতে কবি গানের অনুষ্ঠান উদ্বোধন করেন বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ হাই । এসময় উপাধ্যক্ষ দীপক কুমার হালদার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া বাটু, কলেজ পূজা আয়োজক কমিটির আহ্বায়ক শংকর কুমার হীরা প্রমুখ উপস্থিত ছিলেন।

এই কবি গান যান্ত্রিক সভ্যতার এ সময়ে শ্রোতা-দর্শকদের নিয়ে যায় সুদূর অতীতে। কবিয়াল নিশিকান্ত সরকার ও মনি শংকর সরকারের যুক্তি-তর্কে মুগ্ধ হন শ্রোতা-দর্শক ।

কবি গান দেখতে ও শুনতে শুধু শহরই নয়; আশপাশের এলাকা থেকে নারী-পুরুষরাও হাজির হন। কবি গানের এ আসর চলে রাত ২টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।