ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

গাছবাড়ি হোটেল!

প্রকৃতি প্রেমিকদের অভিসারের স্থান

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, জানুয়ারি ৩০, ২০১২
প্রকৃতি প্রেমিকদের অভিসারের স্থান

ঢাকা: বিজ্ঞানের উৎকর্ষতার যুগে মানুষ স্বপ্ন দেখবে অত্যাধুনিক সুরম্য অট্টালিকা তৈরির, এমনটাই স্বাভাবিক। কিন্তু আধুনিক যুগের মানুষ হয়েও যখন কেউ ফিরে যেতে চায় আদিম ‍যুগে, বাঁচতে চায় আদিম মানুষ বা বুনো অধিবাসীদের মতো করে- তখন সত্যিই বিস্ময় জাগে!

বৈরী প্রকৃতি আর হিংস্র পশুদের থেকে বাঁচতে আদিম যুগের মানুষেরা গাছের ডালে বাসা তৈরি করে থাকতো।

বার্লিনের দক্ষিণে পোল্যান্ড সীমান্তবর্তী সেনডেনডর্ফ এলাকার কুলটার্নিসেল আইসিয়েডেল পার্কে আদিম মানুষদের বসবাসের আদলে গাছের ওপর তৈরি হয়েছে এক ধরণের ঝুলন্ত হোটেল যা মনে করিয়ে দেয়, সেই সময়কার মানুষের জীবনচর্চাকে। উদ্যোক্তারা এর নাম দিয়েছেন ‘ট্রি হাউস হোটেল’ অর্থাৎ গাছবাড়ি হোটেল।

২০০৬ সালে ব্যতিক্রমী এ হোটেল তৈরি করেছেন স্থানীয় নাগরিক আজন্ম নিসর্গপ্রেমী ইয়োর্গেন ব্যার্গম্যান। শৈশবে যিনি স্বপ্ন দেখতেন পাখির মতো গাছের ডালে বসবাসের। পরিণত বয়েসে এসে সেই স্বপ্নের বাস্তবরূপ দিতে পেরে ব্যার্গম্যানের আত্মতুষ্টির যেন শেষ নেই।  
মাটি থেকে ১০ মিটার উঁচুতে গাছের ডালে তৈরি হয়েছে এ ট্রি হাউস হোটেল। এর বৈশিষ্ট্য হচ্ছে- একটি গাছে কয়েকটি ঘর, ঘরের সাথে তৈরি হয়েছে অভিনব বেলকনি! প্রতি ঘরে ৪ জনের রাত কাটাতে খরচ হবে ১৮০-২২০ ইউরো। ব্যবস্থা রয়েছে এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার। আর ঘরে উঠতে অতিথিদেরকে গাছের ডাল বাইতে হবে না, রয়েছে মজবুত মই। পানি-বিদ্যুতের সুব্যবস্থাও আছে এ হোটেলে।

কুলটার্নিসেল আইসিয়েডেল পার্কের মাঝ দিয়ে বয়ে চলেছে অপূর্ব সুন্দর এক নদী। নদীর বুকে রয়েছে আইসক্রিম আইল্যান্ড নামের অসাধারণ বিনোদন কেন্দ, যেখানে রাতে বসে কল্পকথার আসর।

প্রকৃতির সান্নিধ্যে থাকতে আগ্রহীদের জন্য ট্রি হাউস হোটেল খোলা থাকে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ৩০ জানুয়ারি, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।