ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

জাপানে সমুদ্রতলে বিশাল ফল্ট লাইন, শক্তিশালী সুনামির আশংকা

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪২, জানুয়ারি ৩০, ২০১২
জাপানে সমুদ্রতলে বিশাল ফল্ট লাইন, শক্তিশালী সুনামির আশংকা

টোকিও: জাপানের পশ্চিমাঞ্চলের কিই উপদ্বীপের সমুদ্রের তলদেশে ২০০ কিলোমিটার লম্বা একটি খাড়া ফল্ট (খাদ) এর সন্ধান পাওয়া গেছে । সম্প্রতি খুঁজে পাওয়া খাদটি ২০০ কিলোমিটার লম্বা এবং এর গভীরতা প্রায় ১ কিলোমিটার।



বিজ্ঞানীদের মতে, এই খাড়া খাদটি ভবিষ্যতে ভূমিকম্প থেকে সৃষ্ট সুনামির ঢেউকে আরো বিশাল করে তুলতে পারে।

টোকিও বিশ্ববিদ্যালয় ও জাপান এজেন্সি ফর মেরিন-আর্থ সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটি যৌথ অনুসন্ধানী দল গভীর সমুদ্র গবেষণা জাহাজের মাধ্যমে বিশাল ওই খাদের সন্ধান পান।

সমুদ্রের নীচের এই খাড়া খাদটির অবস্থান পশ্চিম জাপানে ক্রমগত আঘাত হানা ভূমিকম্প কেন্দ্রস্থলের বেশ কাছাকাছি।

ফিলিপিন সাগরের প্লেটের সীমানা হতে খাদটি ক্রমশঃ উপরের দিকে উঠে গেছে পশ্চিম জাপানের নিচ দিয়ে যাওয়া অপর একটি প্লেটের সীমানা বরাবর।

বিজ্ঞানীদের মতে, ফল্ট লাইনের সঙ্গে সংশ্লিষ্ট প্লেট বাউন্ডারির নড়াচড়া বড়সড় সুনামির জন্ম দিতে পারে।

বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক পার্কিন জিন ওহ বলেছেন, নতুন ফল্ট লাইনটি ইঙ্গিত করছে এ অঞ্চলে অতীতেও বারবার ভূমিকম্প আঘাত হেনেছে।

তিনি বলেন, ভূমিকম্প ও সুনামি প্রতিরোধের ক্ষেত্রে নয়া ফল্টটিকে অবশ্যই হিসাবের মধ্যে নিতে হবে।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, ৩০ জানুয়ারি, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।