‘জ্ঞানের দ্বার খুলে দাও, জীবনকে জেনে নাও’ এই স্লোগান নিয়ে দেশে প্রথমবারের মতো জীববিজ্ঞান ভিত্তিক জ্ঞানের খেলা ‘বায়ো-অলিম্পিয়াড’ শুরু হয়েছে। ইয়াং বায়ো টেকনোলজিস্ট অব বাংলাদেশের সহযোগিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়টেকনলজি (জিইবি) বিভাগ এ অলিম্পিয়াড আয়োজন করছে।
প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে আগামী মার্চে অনুষ্ঠিত হবে তরুণ বায়টেকনলজিষ্টদের ৩য় জাতীয় মহাসম্মেলন।
প্রথমবারের এ বায়ো-অলিম্পিয়াড শুধুমাত্র সিলেটের স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে। পর্যাক্রমে তা সারাদেশের স্কুলগুলো নিয়ে আয়োজন হবে।
সম্প্রতি সিলেট সরকারী মহিলা কলেজে বায়ো অলিম্পিয়াডের প্রাথমিক পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সিলেট সরকারী মহিলা কলেজ, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, স্কলার্স হোম সহ নগরীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।
প্রতিযোগিতাটিকে কয়েকটি বাছাই পর্বে ভাগ করা হয়েছে। প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণ প্রতিযোগিদের পরবর্তী চূড়ান্ত বাছাইয়ের জন্য শাবিপ্রবি ক্যাম্পাসে আহবান করা হবে। চূড়ান্ত বাছাই শেষে সেরা স্কুল, সেরা কলেজ এবং সেরা ছাত্র-ছাত্রীদের মধ্যে সনদপত্রসহ আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হবে।
এছাড়া তারা মার্চে অনুষ্ঠিতব্য বায়োটেকনোলজিস্টদের তৃতীয় জাতীয় মহাসম্মেলনে অংশ নেবে। মহাসম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট বিজ্ঞানী ও জৈব প্রযুক্তিবিদরা অংশ নেবেন।
শাবিপ্রবির জিইবি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ আবুল কালাম আজাদ সিলেটে অনুষ্ঠিতব্য দেশের প্রথম বায়ো- অলিম্পিয়াড সফল করার লক্ষ্যে অংশ গ্রহণকারী সকল স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সহযোগিতা কামনা করেছেন। পর্যায়ক্রমে এ প্রতিযোগিতা সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১২