ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

সিংহাসন আরোহণের ষাটবর্ষে রানী দ্বিতীয় এলিজাবেথ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৩, ফেব্রুয়ারি ৬, ২০১২
সিংহাসন আরোহণের ষাটবর্ষে রানী দ্বিতীয় এলিজাবেথ

ঢাকা: ষাট বছর পার করলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি ব্রিটেনের রাজ সিংহাসনে বসেন তার জ্যেষ্ঠ কন্যা ২৫ বছরের এলিজাবেথ৷ সিংহাসন আরোহণের ষাট বর্ষপূর্তি উপলক্ষে ব্রিটেন জুড়ে এখন ব্যাপক উৎসব আমেজ।

 

‘হীরক জয়ন্তী’ উপলক্ষে বিশেষ করে বাকিংহাম প্যালেসে চলছে নানা আয়োজন। ইতোমধ্যেই ‘গার্ড অব অনার` প্রদান করা হয়েছে রানী দ্বিতীয় এলিজাবেথকে৷

দেশ-বিদেশ থেকে পাঠানো ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন রানী। এই দিনটিকে কেন্দ্র করে বিশেষ ডাকটিকিট প্রকাশ করেছে ব্রিটিশ সরকার৷ সারাবছর ধারাবাহিকভাবে এসব টিকিট প্রকাশিত হবে।

এসব ডাকটিকিটে বিশ শতকের শুরু থেকে এ পর্যন্ত ব্রিটেন সিংহাসনে আরোহণ করা পাঁচজন রাজা ও রানীর ছবি থাকবে৷ আর সিরিজের শেষ ডাকটিকিটে থাকবে রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি৷

এই হীরক জয়ন্তী উৎসব আনুষ্ঠানিকভাবে আগামী ২ জুন থেকে উদযাপন করবে ব্রিটেন৷ উৎসবের প্রথম দিনে বিখ্যাত চার ‘ক্ল্যাসিক` ইংলিশ ঘোড়দৌড়ের অন্যতম ‘এপসম` ডার্বিতে রানীর যোগদানের মধ্য দিয়ে শুরু হবে উদযাপন৷

দ্বিতীয় দিন এক হাজার রণতরীর একটি বহর রাজকীয় ‘বার্জে` করে টেমস নদীতে নৌবিহার করবেন রানী৷ তৃতীয় দিন রাতে যুক্তরাজ্য জুড়ে ২ হাজার ১২টি আলোকস্তম্ভ জ্বালানো হবে৷

রানী নিজে জ্বালাবেন জাতীয় আলোকস্তম্ভ৷ এরপর চতুর্থ দিন রানী সেইন্ট পলস্‌ ক্যাথিড্রালে যাবেন ও সেখানে ‘থ্যাঙ্কসগিভিং সার্ভিসে` বক্তৃতা করবেন৷

রানী দ্বিতীয় এলিজাবেথের বয়স এখন ৮৫ বছর। তারপরও জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। এখনো তাকে নিয়ে উন্মাদনার শেষ নেই। সিংহাসন আরোহণের ষাটবর্ষ উদযাপনের বাহারি সব আয়োজন সে কথাই বলে দেয়।

সূত্র: ডয়েচে ভেলে

বাংলাদেশ সময় : ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।