ঢাকা : রাশিয়ার রাজধানী মস্কোর উত্তরের প্রাচীন শহর ইয়ারোস্লাভলের ১৫ বছরের কিশোর আন্দ্রেই মোখভ। আশ্চর্যরকম উদ্ভাবনী প্রতিভা নিয়ে জন্ম হয়েছে এ কিশোরের।
স্কুলে ক্লাসের বিরতির সময় আন্দ্রেই বন্ধুদের দেখায় তার বিভিন্ন উদ্ভাবন। এর মধ্যে একটি-রোবট ‘প্রোটন’। নানা রকমের সেনসর ও মাইক্রো চিপের এক জটিল সমাহার এটি।
‘প্রোটন’ এমন এক অসাধারন যন্ত্র যা আঁকা রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে অনায়াসে। ১০ সেকেন্ডে ১৩ মিটার যেতে সক্ষম এটি।
আন্দ্রেই ‘বিঝক’ বিশেষ আরেক ধরণের রোবট বানিয়েছে, যা এত দ্রুত চলতে না পারলেও নিজেই নানা রকমের বাধা সাহায্য ছাড়াই পার হতে পারে।
আন্দ্রেই-র স্কুলে প্রতি দিনই তার সাফল্য দেখানো হয়ে থাকে। ক্লাসের পরে আন্দ্রেই বিভিন্ন ক্লাসের ছেলে মেয়েদের জন্য রোবটদের প্রতিযোগিতার আয়োজন করে। স্কুলের শিক্ষকেরাও উৎসাহ দেন তার কাজে। খবরের কাগজ-টেলিভিশনেও দেখাচ্ছে ক্ষুদে এ বিজ্ঞানীর সাফল্য।
এমন এক সময় আন্দ্রেই ও তার বাবা চালকবিহীন বিমান বানানোর পথে এগুচ্ছে, যখন রাশিয়ার সরকারও পাইলটবিহীন বিমান তৈরির বিষয়টি গুরুত্বের সাথে দেখছে।
আন্দ্রেই যদিও বিমান নয়, ভাবছেন উড়ন্ত রোবট তৈরির কথা। এর জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশও ইতোমধ্যে কেনা হয়েছে আর ইলেকট্রনিক অংশ বানাবে সে নিজেই। হয়তো শীঘ্রই ইয়ারোস্লাভলের আকাশে দেখতে পাওয়া যাবে প্রথম উড়ন্ত রোবট!
বাংলাদেশ সময় : ১৮২০ ঘন্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১২