স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত ফার্মা উইকের শনিবার হলো শেষ দিন। ভিন্ন ধরনের আয়োজন ২৮ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত উদযাপিত হলো।
সপ্তাহব্যাপী ফার্মা উইকের বিভিন্ন আয়োজনের মধ্য ছিল র্যালি, ইনডোর গেমস, আউটডোর গেমস সহ চলচ্চিত্র উৎসব, রচনা প্রতিযোগিতা, বার্ষিক বনভোজন এবং শনিবার শেষ দিন হচ্ছে পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
ফার্মা উইক ২৮ জানুয়ারি খেলাধুলা এবং চলচ্চিত্র প্রদর্শনী দিয়ে শুরু হয়। এরপর ৩০ জানুয়ারি ফার্মা উইকের তৃতীয় দিন র্যালির মধ্য দিয়ে ফার্মা উইকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট ডাঃ এ. এম শামিম। পরে শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে র্যালিটি ধানমন্ডির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
তৃতীয় দিন বর্ণাঢ্য র্যালি ছাড়াও আন্তঃব্যাচ ক্রিকেট প্রতিযোগিতার শ্বাসরুদ্ধকর ফাইনাল খেলায় ১৪তম ব্যাচকে পরাজিত করে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করে মাস্টার্স দল।
ফার্মা উইকের সময় চলমান বিভিন্ন ইনডোর ও আউটডোর গেমসে বিজয়ীরা হলো: টেবিল টেনিস (একক) ১৪তম ব্যাচের জহিরুল ইসলাম; টেবিল টেনিস (দ্বৈত) ১৪তম ব্যাচের আতিকুল ইসলাম ও জহিরুল ইসলামের দল; ক্যারাম (একক) ২০তম ব্যাচের কামাল হোসেন; ক্যারাম (দ্বৈত) ১৬তম ব্যাচের শ্রীভাষ চন্দ্র ভৌমিক ও নাজমুল মাহমুদের দল; ব্যাডমিন্টন (দ্বৈত) ১৮তম ব্যাচের চয়ন কুমার দাস ও ফরহাদ হোসেনের দল; লুডু (একক) ১৭তম ব্যাচের উম্মে হালিমা জলি; লুডু (দ্বৈত) ১৫তম ব্যাচের শোভা কুমার দে ও ১৪তম ব্যাচের আফসানা আক্তারের দল; দাবা (পুরুষ) ১৪তম ব্যাচের আতিকুল ইসলাম; দাবা (মহিলা) ১৫তম ব্যাচের হাবিবা মোহাম্মদী; টার্গেট দ্যা গোল (পুরুষ) ১৩তম ব্যাচের নূর উদ্দিন আল মাহবুব; টার্গেট দ্য গোল (মহিলা) ১৪তম ব্যাচের জান্নাতুল মাওয়া; হিট দ্য উইকেট প্রতিযোগিতায় ১৪তম ব্যাচের মিসবাউল হক এবং বেলুন ফোলানো প্রতিযোগিতায় ১৪তম ব্যাচের শাওলী মিত্র চ্যাম্পিয়ন হয়। এ ছাড়াও বিশেষ রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ১৯তম ব্যাচের জায়েরা ইসলাম উর্মি।
ফার্মা উইক-২০১২ এর অংশ হিসেবে গত ২ ফেব্রুয়ারি গাজীপুর জেলার শফিপুরে ‘রাঙ্গামাটি ওয়াটার ফ্রন্ট’ পিকনিক স্পটে ফার্মেসি বিভাগের বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়। ফার্মেসি বিভাগের সকল শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকার সার্বিক তত্ত্বাবধান ও অংশগ্রহণের মধ্য দিয়ে এক সুন্দর ও মনোরম পরিবেশে নাচ, গান, খাওয়া-দাওয়ার মধ্য দিয়ে বনভোজন সফলভাবে সম্পন্ন হয়।
ফার্মা উইকের শেষ দিন অর্থাৎ ৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে ১৪তম ব্যাচের দিবাকর দাস ও অর্পিতা দেবনাথের উপস্থাপনায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার মেজর জেনারেল (অবঃ) ডাঃ এম. শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাপেক্স ফার্মা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার জনাব মোঃ কামরুল হাসান।
অনুষ্ঠানের শেষে এসইউবি’র ফার্মেসি বিভাগের ইতিহাসে কোন ব্যাচের প্রথম স্মরণিকা হিসেবে- এ.কে.এম. ফয়জুল ইসলাম ও মোঃ আল হাসান অপু’র সম্পাদনায় সদ্য বিদায়ী ১২তম ব্যাচের স্মরণিকা ‘ফার্মা বন্ড’ -এর মোড়ক আনুষ্ঠানিকভাবে উম্মোচিত হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথিরা ফার্মা উইকের সময় অনুষ্ঠিত সকল ইভেন্টে বিজয়ী ও রানার্সআপদের হাতে পুরস্কার তুলে দেন। সমাপনী, পুরস্কার বিতরণী ও নবীনবরণ অনুষ্ঠানের পর শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ফার্মা উইক। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা গান, নাচ, কবিতা আবৃত্তি, যাদু, নাটক, ফ্যাশন শো, ব্যান্ড শো প্রভৃতির মাধ্যমে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শেষ করে ২০১২ সালের ফার্মা উইক আর সবারই মনে মনে ক্ষণ গণনা শুরু হয় ২০১৩ সালের ফার্মা উইকের জন্য।
উল্লেখ্য, ২০১২ সালের ফার্মা উইকের অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করেছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১২