ঢাকা : বিশিষ্ট চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাতা এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর সিনিয়র লেকচারার রাজীবুল হোসেন খন্দকারকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে ইউল্যাবের বিভিন্ন বিভাগের ৪০ শিক্ষার্থী অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান জুড উইলিয়াম হেনিলো, লেকচারার বিকাশ চন্দ্র ভৌমিক।
আয়োজক সূত্র জানিয়েছে, রাজীবুল হোসেন দীর্ঘ দু’ বছরের বেশি সময় ইউল্যাবে কর্মরত ছিলেন। এই সময়ে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তিনি ডিজিটাল চলচ্চিত্র বালুঘড়ি ও ঊনাদিত্ত, নাটক উজানে মৃত্যু, সুখপুর, আই, রূপসাগর, পাখি, মৃত্যু পাড়ে বাড়ি ছাড়াও অসংখ্য বিনোদনমূলক অনুষ্ঠান নির্মাণ করেন।
এছাড়াও চট্টগ্রামের হালদা নদী নিয়ে তিনি ‘হালদা : দ্য রিভার অব মিসট্রি’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্রও তৈরি করেন।
বাংলাদেশ সময় : ১১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১২