ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

শত্রু কাবু করতে তরঙ্গ রশ্মি

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩১, ফেব্রুয়ারি ৯, ২০১২
শত্রু  কাবু করতে তরঙ্গ রশ্মি

ঢাকা : বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগে মানুষের প্রত্যাশা দিন দিন বাড়ছে। কিভাবে সহজকে আরো কতো সহজ করা যায়- এ নিয়ে বিজ্ঞানীদের চেষ্টার অন্ত নেই।

এবার চমকপ্রদ এক সাফল্যের বার্তা নিয়ে হাজির হয়েছে নিউরো সায়েন্স ।     

বিজ্ঞানীরা মনে করছেন, যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে গুলির পরিবর্তে তরঙ্গ রশ্মির প্রয়োগ করা যেতে পারে। একইসঙ্গে সৈন্যদের শারীরিক ও মানসিক ক্ষমতা ও দক্ষতা বাড়াতে ভবিষ্যতে ভূমিকা রাখতে পারে এ তরঙ্গ রশ্মি ।

এতে করে আগামী দিনের যুদ্ধ-বিগ্রহের প্রক্রিয়ায় পরিবর্তনের সুরই প্রতিধ্বনিত হচ্ছে।    

ডয়েচে ভেলে অনলাইন জানায়, ব্রিটেনের জাতীয় বিজ্ঞান একাডেমি ও দ্য রয়েল সোসাইটি সম্প্রতি নিউরো সাইন্স, আন্তর্জাতিক নিরাপত্তা, মনস্তত্ত্ব ও এথিকস বা নৈতিকতা বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। গত মঙ্গলবার লন্ডনে এ সংক্রান্ত এক আলোচনাসভাও হয়েছে।

এ মত বিনিময়ে বিজ্ঞানীরা বলেন, আগামীতে গোলাগুলি বা বিস্ফোরণের প্রয়োজন হবে না । তার পরিবর্তে ব্যবহার করা হতে পারে এমন শক্তিশালী তরঙ্গ- যা শরীরে মারাত্মক ব্যাথার সৃষ্টি করতে পারে৷

সেইসঙ্গে সৈন্যদের মস্তিষ্কে ইলেকট্রনিক তরঙ্গ পাঠিয়ে তাদের ক্ষমতাও বাড়ানো যেতে পারে। যাতে তারা যুদ্ধের সময় অসামান্য দক্ষতা দেখাতে পারে৷

বিজ্ঞানীরা মনে করছেন- কাল্পনিক নয়,  নিউরো সাইন্স-এর সাফল্যে এখন এটি অবাস্তব কোনো বিষয় নয়।

বাংলাদেশ সময় : ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।