ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ফিচার

স্মৃতি-বিস্মৃতির সাগর-রুনি

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৫, ফেব্রুয়ারি ১১, ২০১২
স্মৃতি-বিস্মৃতির সাগর-রুনি

নিজ বাসভবনে দুষ্কৃতকারীদের হাতে নিহত সাংবাদিক দম্পতি সাগর ‍সারোয়ার ও মেহেরুন রুনি দম্পতির কিছু স্মৃতিময়Sagor ছবি এখানে Sagorউপস্থাপন করা হলো বাংলানিউজের পাঠকদের জন্য। কয়েকটি ছবিতে তাদের সন্তান মেঘও রয়েছে।

ছবিগুলো তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংগ্রহ করা। আর কোনোদিন ফেসবুক খুলবেন না সাগর বা রুনি। তবে দেশে-বিদেশে ছড়িয়ে থাকা তাদের অগণন বন্ধু-শুভানুধ্যায়ীদের জন্য আমরা তাদের এসব ছবি প্রকাশ করছি। ছবিগুলো দিয়েছেন সাগর-রুনির দম্পতির পারিবারিক বন্ধু বাংলানিউজের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট আনোয়ারুল করিম।

ছবিগুলোতে জার্মানির ডয়েসে ভেলেতে কর্মরত সাগর, পিকনিকে এবং দেশে-বিদেশের বিভিন্ন স্পটে সাগর-রুনি, এবং বাড়িতে পারিবারিক লাইব্রেরির সামনে দাঁড়ানো একমাত্র সন্তান মেঘকে দেখা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।