ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ফিচার

রেডক্রিসেন্টের ইয়ুথ কমিশন সদস্য হলেন রেজওয়ান

স্বপ্নযাত্রা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০০, ফেব্রুয়ারি ১১, ২০১২
রেডক্রিসেন্টের ইয়ুথ কমিশন সদস্য হলেন রেজওয়ান

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস ও রেডক্রিসেন্ট-এর নয় সদস্য বিশিষ্ট ইয়ুথ কমিশনের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের আবদুল্লাহ আল রেজওয়ান (নবীন)। তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সিনিয়র যুব সদস্য হিসেবে কাজ করছিলেন।

ইয়ুথ কমিশনের এ নয়জন সদস্য বিশ্বব্যাপী রেডক্রস ও রেডক্রিসেন্টের পরিচালক পর্ষদকে তরুণ স্বেচ্ছাসেবক গড়ে তুলতে পরামর্শ দেবেন। এছাড়াও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস ও রেডক্রিসেন্টের যে কোনো সম্মেলনে নীতি নির্ধারণের ভূমিকায় থাকবেন এ নয়জন সদস্য।  

আগামী চার বছরের জন্য রেজওয়ান এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে এই কমিশনের সদস্য নির্বাচিত হয়েছেন। ইয়ুথ কমিশনের দায়িত্ব পালন করার পাশাপাশি রেজওয়ান রেডক্রস ও রেডক্রিসেন্টের এশিয়া প্যাসিফিক ইয়ুথ নেটওয়ার্কের সঙ্গে কাজ করবেন।
রেজওয়ান নবীন বাংলানিউজকে জানান, বাংলাদেশের যুবকদের নিয়ে রেডক্রস ও রেডক্রিসেন্ট আন্দোলকে আরো শক্তিশালী করার জন্য কাজ করে যাবেন। সে সঙ্গে প্রতিটি তরুণকে জনগণের সেবায় উদ্বুদ্ধ করবেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।