ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

বিয়ের আগে বৃক্ষরোপণ বাধ্যতামূলক

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, ফেব্রুয়ারি ১৩, ২০১২

ঢাকা: বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বেই পাত্র-পাত্রীকে কমপক্ষে দুইটি গাছ লাগাতে হবে। আর গাছ না লাগালে বিয়ের অনুমতিও পাওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পশ্চিম ইন্দোনেশিয়ার মিডান শহরের ধর্ম বিষয়ক কার্যালয়।



সম্প্রতি সুমাত্রার প্রধান শহর মিডানের ধর্ম বিষয়ক কার্যালয় পরিবেশবান্ধব এ উদ্যোগ নিয়েছে। আগামী মার্চ থেকেই প্রশাসনের এই নীতি কার্যকর করা হবে বলে জানা গেছে।

দেশটির ধর্ম বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা ইওয়ান জুলহানি মনে করেন, এ উদ্যোগের ফলে মিডান শহরে নতুন ২ হাজার গাছ যুক্ত হবে। যা এক সময় নতুন ওই জুটিদের আশেপাশেই বড় হবে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশটির সরকারও। মিডানের পাশে সুলাউইসি দ্বীপেরও বেশ কয়েকটি জেলায় এ উদ্যোগ বাস্তবায়িত হবে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় মুসলিম ধর্মের জুটিদের বিয়ের সময় বাধ্যতামূলকভাবে স্থানীয় ধর্ম বিষয়ক কার্যালয়ে নিবন্ধন করতে হয়। অন্যদিকে অমুসলিমদের নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী বা সিভিল রেজিস্ট্রি অফিসে বিবাহ নিবন্ধন করতে হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।