ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

দিনব্যাপী আইইউবির বসন্ত উৎসব

স্বপ্নযাত্রা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৮, ফেব্রুয়ারি ১৪, ২০১২
দিনব্যাপী আইইউবির বসন্ত উৎসব

বসন্তের সকালটা শুরু বাঙালির ঐতিহ্য ঢোলের বাজনা দিয়ে। হলুদ পাঞ্জাবী এবং হলুদ শাড়ি পড়ে সকাল থেকেই সব শিক্ষার্থীরা বসন্ত পালনে প্রস্তুত।

এদিন ক্লাস একটু না করলে কী হয়! বন্ধুর হাত ধরে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ দিনব্যাপী বসন্ত উৎসব পালন করলো এভাবেই।

বসন্ত উৎসবের শুভ সূচনা করেন আইইউবির উপাচার্য অধ্যাপক ওমর রহমান। তিনি এমন রঙিনভাবে উৎসব আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান।

আইইউবির শিক্ষার্থীদের আয়োজিত উৎসবে সকাল থেকে পিঠা পুলি, ফুচকা, মেহদী স্টলে ভীড় করে সবাই। আড্ডা ও আয়োজনে বেলা গড়িয়ে আসলে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ফ্যাশন শো, নাচে গানে মেতে উঠে শিক্ষার্থীরা।

প্রকৌশল বিভাগের শিক্ষার্থী রিমা বলে, ক্লাস করে হাপিয়ে উঠতে থাকি। হঠাৎ করে এমন আয়োজন আমাদের ভেতর বাঙালিয়ানা ভাব তৈরি করে। অন্যদিকে ব্যবসা প্রশাসনের ছাত্র আবিদ বলে, এটা আমার প্রথম সেমিস্টার। প্রথম সেমিস্টারে এমন আয়োজন দেখে মনে হচ্ছে পরের চারটা বছর হাসি আনন্দে পার করে দিতে পারবো।

শিক্ষার্থীদের জন্য একটি চমক ছিল। এ আয়োজন হয় বিপিএলের দল দূরন্ত রাজশাহীর সৌজন্যে। তাই দূরন্ত রাজশাহী দলের সব খেলোয়াড় এসে উপস্থিত হয় বসন্ত বরণ উৎসবে। মঞ্চে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ বলেন, একসঙ্গে এতো শিক্ষার্থী দেখে আমি সত্যিই মুগ্ধ হলাম। আমি আশা করবো আপনারা সবাই মাঠে এসে আমাদের খেলা দেখবেন এবং ক্রিকেটকে এগিয়ে নিতে সাহায্য করবেন।

আইইউবির নতুন অডিটোরিয়ামে এ প্রথম কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে উঠে আসে জনপ্রিয় ব্যান্ড  ওল্ড স্কুল এবং আর্টসেল।

রাত পৌনে দশটায় মঞ্চে আর্টসেল মঞ্চে আসলে শিক্ষার্থীদের গাতের তালে নাচতে নাচতে শেষ হয় দিনব্যাপী এ আয়োজন।

অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা আইইউবির স্টুডেন্ট অ্যাফেয়ার্স ম্যানেজার জনাব ফারুক, আয়োজক কমিটির সব শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।