বেইজিং: বিশ্ব ভালোবাসা দিবস এবার শুধু মানুষের মধ্যে আর সীমাবদ্ধ থাকলো না। এটা ছড়িয়ে গেল মানুষ ছাড়াও অন্য দুটি প্রাণীর রাজ্যে।
দর্শনার্থীরা চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশের চিড়িয়াখানাতে ওই হরিণী ও ভেড়াটি দেখতে বেশ ভিড় করছেন।
ভেড়াটির চীনা নাম হলো চ্যাংমাও এবং হরিনীটির নাম চুনঝি। চ্যাংমাও শব্দের অর্থ লম্বা চুল আর চুনঝি শব্দের অর্থ শুদ্ধ।
এই বিবাহ অনুষ্ঠান সামনে রেখে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ৫০০ বিশেষ টিকিটের বন্দোবস্ত করেছে। প্রতিটি টিকিটের দাম রাখা হয়েছে ১৩ ডলার করে।
তবে দেশটির পরিবেশবাদীরা পশুদের তাদের মতো থাকতে দেওয়ার জন্য আহবান জানিয়েছেন।
বাংলাদেশ সময়:১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১২