ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

জাবির রসায়ন ও পদার্থবিজ্ঞান বিভাগে পুনর্মিলনী

ওয়ালিউল্লাহ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৬, ফেব্রুয়ারি ১৯, ২০১২
জাবির রসায়ন ও পদার্থবিজ্ঞান বিভাগে পুনর্মিলনী

উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে রসায়ন ও পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী।

পুনর্মিলনীতে অংশগ্রহণ করার জন্য সকাল থেকেই ক্যাম্পাসে আসতে থাকে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

এক অকৃত্রিম আবেগে সবাই সেদিন ছুটে এসেছিলো ক্যাম্পাসে।

বেলা দশটায় পদার্থবিজ্ঞান বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী র‌্যালি এবং সাড়ে দশটায় রসায়ন বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী র‌্যালি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীরা কখনো পুরনো হয় না। কর্মক্ষেত্রের প্রয়োজনে দেশে-বিদেশের নানা জায়গায় অবস্থান করলেও নাড়ির টানে সবাই প্রিয় ক্যাম্পাসে ছুটে আসেন। ’

উদ্বোধনী অনুষ্ঠানের পর স্মৃতিচারণ, নিজেদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি খেলাধুলা, ছোট্টদের খেলাধুলা, র‌্যাফেল ড্র এবং সবশেষে কনসার্ট অনুষ্ঠিত হয়।

পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়নের প্রাক্তন ছাত্র ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ বলেন, ‘সকল কাজ ফেলে বন্ধুদের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাস উপভোগের জন্য দেশে ফিরে এসেছি মাতৃসম ক্যাম্পাসে। আমি যেখানেই থাকি না কেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমার সবচেয়ে প্রিয় স্থান। দীর্ঘদিন পর বন্ধুদের দেখা পেয়ে আমি খুশি। ’

পদার্থবিজ্ঞান বিভাগের অ্যালামনাই আলতাফ বিশ্বাস বলেন, ‘বিগত কয়েক মাস ধরে এ দিনটির প্রতীক্ষায় ছিলাম। বন্ধু এবং তাদের ছেলে-মেয়েদের সঙ্গে সময় কাটাতে পেরে ভালো লেগেছে। ’

সদরুল আলম হারুন জানালেন, সবার আনন্দ দেখে তাঁর ভীষণ ভালো লাগছে। আমাদের এতোদিনের পরিশ্রম সফল হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।