ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

লিডার্স ফর নেশনের সেমিনার

স্বপ্নযাত্রা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৮, ফেব্রুয়ারি ২০, ২০১২
লিডার্স ফর নেশনের সেমিনার

তরুণ প্রজন্মকে দক্ষ হতে হবে। প্রতি মুহূর্তের সঙ্গে মোকাবিলা করার যোগ্যতাও থাকতে হবে।

সে লক্ষ্যেই লিডার্স ফর নেশনের উদ্যোগে আয়োজন করা হয় ‘লাইফ সাইকেল ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনার।

পাঁচ ঘণ্টা ব্যাপী এ সেমিনার হয় শুক্রবার। সেমিনারটি পরিচালনা করেন বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট সেন্টার এর প্রশিক্ষক রোটা: ইঞ্জিনিয়ার তানভীর রহমান। আলোচনার পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ করে টাইম ম্যানেজমেন্ট, ফিক্স দ্য স্পট লাইট, আইকিউ টেস্ট, সেভিং লাইফ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও যেসব বিষয়ে নিজেকে যোগ্য করে তৈরির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে, সে বিষয়েও আলোচনা করেন তানভীর।

সেমিনারে অংশগ্রহন করেন সিকদার মেডিকেল কলেজ,  ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক  ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর শিক্ষার্থীরা।

এমন আয়োজন সম্পর্কে লিডার্স ফর নেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ফরহাদ বলেন ‘এই প্রশিক্ষণ আমাদের জীবনকে আরো সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করবে’। সেমিনারে অংশগ্রহনকারীদের জন্য সার্টিফিকেটের ব্যবস্থা রাখা হয়।
 
সেমিনার চলাকালিন সময়ে উপস্থিত ছিলেন লিডার্স ফর নেশনের ভাইস প্রেসিডেন্ট তানজিনা আক্তার , সেক্রেটারি তানভীর আদনান অভি, ও  জয়েন্ট সেক্রেটারি ইমরান আহমেদ।

উল্লেখ্য, লিডার্স ফর নেশন একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবক, সামাজিক সংগঠন, যা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বারা পরিচালিত। সামাজিক ও আত্ম উন্নয়নই এই সংগঠনের মূল লক্ষ্য।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।