ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

গ্রাফিক আর্টসে ‘অনুপ্রেরণা’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী

আসাদুল হক খোকন, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৯, ফেব্রুয়ারি ২২, ২০১২
গ্রাফিক আর্টসে ‘অনুপ্রেরণা’ শীর্ষক শিল্পকর্ম  প্রদর্শনী

ঢাকা: আর্ন্তজাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে ঢাকার মোহাম্মদপুরে দেশের একমাত্র মুদ্রণ প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান গ্রাফিক আর্টস ইনস্টিটিউট অডিটোরিয়ামে  শুরু হয়েছে ‘অনুপ্রেরণা’ শীর্ষক ৩ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী।

গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের প্রাক্তন ও ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ্স (ইউডা) এর চারুকলা বিভাগে অধ্যয়নরত ১৪ জন তরুণ শিক্ষার্থীর আঁকা শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীটি শুরু হয়েছে মঙ্গলবার ২১ ফেব্রয়ারি থেকে।



ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ্স (ইউডা) এর চারুকলা বিভাগের চেয়ারম্যান শিল্পী শাহজাহান আহমেদ বিকাশ মঙ্গলবার বিকেলে প্রদর্শনীটির  আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।

উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গ্রাফিক আর্টস-এর অধ্যক্ষ শেখ মফিজুর রহমান, শিল্পী আলাউদ্দিন আহমেদ, প্রফেসর চারুকলা বিভাগ, ইউডা এবং মোল্লা মো. গোলাম মোস্তফা, বিভাগীয় প্রধান, গ্রাফিক ডিজাইন টেকনোলাজি, গ্রাফিক আর্টস।

ইন্সপাইরেশন বা অনুপ্রেরণা শীর্ষক এ প্রদর্শনীতে স্থান পেয়েছে ৬০টিরও বেশি চিত্রকর্ম। এসব চিত্রকর্ম তৈরিতে ১৪ জন তরুণ শিল্পী জলরঙসহ বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করেছেন।

অংশগ্রহণকারী শিল্পীরা তাদের শিক্ষাকার্যক্রমে অন্তর্ভুক্ত বিভিন্ন শিল্পকর্ম ও প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন, পর্যবেক্ষণ ও উপলব্ধি করে এসব শিল্পকর্মে তাদের  অনুভূতির শৈল্পিক প্রকাশ ফুটিয়ে তুলেছেন।

প্রতিদিন বিকেল ৪টা থেকে চলবে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। প্রদর্শনীটি আগামী ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পযর্ন্ত চলবে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।