ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

তরুণদের প্রথম বইয়ের গল্প

গ্রন্থনা: শেরিফ আল সায়ার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৫, ফেব্রুয়ারি ২৭, ২০১২
তরুণদের প্রথম বইয়ের গল্প

বইমেলার বিদায়ের ঘণ্টা বেজে গেছে। শেষ হবে লেখক-পাঠকের মিলন মেলা।

প্রতিবছর নবীন প্রবীন লেখকদের বই প্রকাশে ব্যস্ত থাকে প্রকাশকরা। আর পাঠকরা খুঁজে বেড়ায় মনের মত বই। এবছর বলা হচ্ছে, তরুণ লেখকদের বইয়ের প্রতি পাঠকদের আগ্রহ বাড়ছে। যা সত্যিই বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত বহন করে।

তরুণদের বই কিংবা তরুণদের প্রথম বই তাদের কাছে স্বপ্নের মতো। পাঠকদের কাছে তরুণরা নিজেদের ভাবনাকে ছড়িয়ে দিতে চায় বইয়ের মাধ্যমে। প্রতিবছর বইমেলায় তরুণদের প্রথম বই প্রকাশ ‍পায়। যার ব্যতিক্রম হয়নি এ বছরও। কয়েকজন তরুণ লেখকের কাছে জানতে চাওয়া হয়েছিল প্রথম বই প্রকাশের অনুভূতি।

স্বপ্নযাত্রার এবারের আয়োজন সেই সব তরুণ লেখকদের নিয়েই যাদের এবছর প্রথম বই প্রকাশিত হয়েছে। তাদের কাছেই জানতে চাওয়া হলো নিজের লেখা প্রথম বই হাতের পাওয়ার পর কেমন অনুভূতি হয়েছে।  


সেই সকালের গল্প, উপন্যাস
ফাতেমা আবেদীন নাজলা
প্রকাশনী: জাগৃতি

কোনো একটি বইয়ের আদ্যোপান্ত সম্পূর্ণ আমার কথা এই অনুভূতি অন্য যেকোনো আনন্দময় অনুভূতির চেয়ে অনন্য। আমার ক্ষেত্রে ‘আমার বই’ এই আনন্দের চেয়ে একটু আশঙ্কাই বেশি কাজ করেছে। মনের মধ্যে একটু খুতখুত। আদৌ লেখার সময় হয়েছে কিনা!, হঠাৎ করে বই লেখাটা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কেমন করে নেবে সেটিও মনের মধ্যে কাজ করেছে।

বলা যায় আনন্দের চেয়ে ভয়টা একটু বেশিই কাজ করেছে বলে আনন্দকে অনুভব করতে একটু সময় লেগেছে। সেক্ষেত্রে ভিন্ন একটা অনুভূতির কথা বলা যায়। বইটি পড়ে পাঠকদের মন্তব্য আমাকে আপ্লুত করেছে।

একজন পাঠক একটি বই কিনে পড়ে আরো ৫টি বই কিনে নিয়ে গেছেন। ভদ্রলোক ফোন করে জানিয়েছেন, অনেকদিন পর একটি মনের মতো বই পড়েছি, তাই আরো ৫টা কিনলাম, বন্ধুদের দেব। এত অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল ভুল শুনছি।
সব মিলিয়ে ভালো লাগা কষ্ট আনন্দ মিলেমিশে ফুচকা খাওয়ার একটা অনুভূতিই কাজ করছে, সব সময় কুরমুরে ফুরফুরে।

হুদাই
গোলাম রাব্বানী
প্রকাশনী : শূন্য প্রকাশ

পৃথিবীর কোনো শিল্পকলাতেই মানুষ নিজেকে অতিক্রম করতে পারেনি। প্রতিদিন লেখা হয়, একই গল্প, একই কবিতা, তাই সব গল্প একই রকম। শুধু পুরাতন সময়কে নতুন করে ব্র্যান্ডিং করা। আমিও তাদের একজন। এই ‘হুদাই’ পুস্তিকার লেখায় আমাকেই পাওয়া যাবে। নিজেকে অতিক্রম করতে পারিনি। প্রথম বই প্রকাশ নিয়ে এক ধরনের উত্তেজনা তো ছিলই। মজার বিষয় হচ্ছে এ মাসে আমার দুটি সন্তানের জন্ম হল। এক আমার কন্যা প্রজাপতি কাজী দ্বিতীয় আমার বই ‘হুদাই’ ফলে বসন্ত বাতাসে বেশ ফুরা ফুরা ফূর্তিতেই আছি।


বাংলা ব্লগের ইতিবৃত্ত
একরামুল হক শামীম
প্রকাশনী: শুদ্ধস্বর

প্রথম বই নিয়ে লেখা ফেসবুকের স্ট্যাটাসটিই শুরুতে তুলে দেই – ‘আমি একজন অতিমাত্রায় অলস শ্রেণীর লেখক। ২০০৯ সাল থেকে বই বের করার পরিকল্পনা করে যাচ্ছি। প্রতিবছরই শেষ পর্যন্ত লেখার কাজ শেষ করতে পারিনি। ’

মজার ব্যাপার হলো গত তিন বছরে আলাদা আলাদা তিনটা বই নিয়ে কাজ করেছি এবং ডেডলাইন মিস করার পর সেই বই নিয়ে আর কাজ করিনি। কিন্তু এ বছর পুরনো নিয়ম ভঙ্গ করে জানুয়ারি মাসে বই লেখার কাজ শেষ করে ফেললাম।

আমার প্রথম বই ‘বাংলা ব্লগের ইতিবৃত্ত’। বইমেলায় প্রকাশিত হয়েছে গত ২৪ ফেব্রুয়ারি। বইটি পাওয়া যাবে শুদ্ধস্বরের স্টলে। স্টল নং ৪৪৪, ৪৪৫, ৪৪৬। প্রথম বই প্রকাশের ব্যাপারটি আমার জন্য অন্যরকম অনুভূতি।

দীর্ঘদিন ধরেই ইচ্ছে ছিল বাংলা ব্লগের নানা দিক নিয়ে একটা বই লেখবো। এর আগে বাংলা ব্লগ নিয়ে পত্রিকায় প্রতিবেদন ও গবেষণাপত্র প্রকাশিত হলেও বাংলা ব্লগের বিভিন্ন বিষয় নিয়ে কোন বই প্রকাশিত হয়নি। সেই হিসেবে এই বইটিই বাংলা ব্লগ কেন্দ্রিক প্রথম বই।

বাংলা ব্লগিংয়ের অভিজ্ঞতাগুলো কাজে লাগানোর চেষ্টা করেছি বইটি লেখার ক্ষেত্রে। আমি একটি গবেষণানির্ভর বই তৈরি করতে চেয়েছি। নিজের অভিজ্ঞতার পাশাপাশি অন্যান্য ব্লগাররা সংশ্লিষ্ট বিষয়ে কী ভেবেছেন তাও তুলে ধরেছি বইটিতে। এই বইটি ব্লগ সম্পর্কে আগ্রহীদের পাশাপাশি নিউ মিডিয়া স্টাডিজের শিক্ষার্থীদেরও কাজে লাগবে বলে মনে করি।

বইটিতে মোট দশটি অধ্যায় রয়েছে। এগুলো হলো- ১. ব্লগের সূচনা ও বাংলা ব্লগ, ২. বাংলা ব্লগ ও ব্লগ-কমিউনিটির ভাঙা গড়া, ৩. ব্লগ সংস্কৃতি, ৪. ব্লগ রাজনীতি ও ব্লগের রাজনীতি, ৫. ব্লগের ভাষা, ৬. ব্লগের সাহিত্য ও ব্লগ সাহিত্য, ৭. ব্লগ, নাগরিক ও সামাজিক সাংবাদিকতা, ৮. গণজাগরণ ও ব্লগের সম্ভাবনা

নানা কাজের মুক্ত সফটওয়্যার
নুরুন্নবী হাছিব, তাম্রলিপি প্রকাশনী

স্কুলে পড়ার সময় থেকেই সংবাদপত্র, মাসিক ম্যাগাজিন পড়ার প্রতি আমার দারুন আগ্রহ। পড়ার আগ্রহ থেকেই লেখালেখির শুরু। গ্রামে পড়াশোনার সময়ে প্রতিদিনের সংবাদপত্র কিংবা ম্যাগাজিন সংগ্রহের বিষয়টি ছিলো বেশ কঠিন। মনে পড়ে আমাদের বাড়ির কাছ দিয়ে হকার যেতো দিনে একবার। তাও আবার যাওয়ার সময়টা নির্দিষ্ট ছিল না। আর তাই রাস্তার পাশে গিয়ে অপেক্ষা আর অপেক্ষা।

তখন থেকেই লেখালেখির শুরু যা আজো প্রিয় কাজের মধ্যে একটি। এক সময়ের শখ পরবর্তীতে নেশা। এখনতো পেশা হিসেবেই যুক্ত হয়ে গেছে। লেখালেখির সঙ্গে জড়িত থাকার কারনেই বইয়ের প্রতি দারুন এক নেশা তৈরি হয়ে যায়। পরিচিত কারো বই হাতে পেলে দারুন লাগতো। সুন্দর প্রচ্ছদ, চকচকে ছাপা, সুন্দর ভাবে বাঁধানো একটি বই হাতে নিয়েই খুশিতে মন ভরে যেতো। সে সময় থেকেই মনে সুপ্ত ইচ্ছে ছিলো একদিন আমারও বই প্রকাশ হবে। আমার বইয়ের পাঠকরাও এমন অনুভূতি পাবে!

আমার সে আশা এবারের বইমেলায় পূরণ হলো। আমার প্রথম বই ‘নানা কাজের মুক্ত সফটওয়্যার’ প্রকাশিত হয়েছে এবছরের একুশে বইমেলায়। যেদিন বইটি প্রকাশ হবে সেদিন মনে এক উত্তেজনা অনুভব করছিলাম। বইটি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে অন্যরকম অনুভূতি হয়েছিল। প্রচ্ছদ উল্টে বইটি খুলতে নতুন গন্ধ নাকে লাগলো। মনে পড়ে গেলো সেদিনের কথা, ‘সুন্দর প্রচ্ছদ, চকচকে ছাপা, সুন্দর ভাবে বাঁধানো একটি বই!’
 
কবে থেকে ভেবেছি আমার একটি বই প্রকাশ হবে এবং সেটি হয়েছে। অনেকদিনের অপেক্ষার অবসান হওয়ায় মনে হয়েছিল অবশেষে হলো।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।