ঢাকা: নাম রোবট বা যন্ত্রমানব হলেও তারা মূলত মানুষের বন্ধু হিসেবেই বেশি পরিচিত।
সূক্ষ্ম ও জটিল অস্ত্রোপচার ও বিভিন্ন শিল্পকারখানায় স্পর্শকাতর পণ্য উৎপাদনসহ বিজ্ঞানের বিভিন্ন শাখায় রোবট কাজ করছে অনেকদিন ধরেই।
কিন্তু; এবার চিত্রশিল্পী হিসেবে রোবটের আত্মপ্রকাশের খবর কিছুটা হলেও চিত্রশিল্পীদের মন খারাপের কারণ হতে পারে!
সংবাদমাধ্যম রয়টার জানিয়েছে, বিজ্ঞানীরা এমন একটি রোবট তৈরি করেছেন, যা রক্ত-মাংসে গড়া একজন চিত্রশিল্পীর মতোই ছবি আঁকতে পারে। একজন মানুষের মুখাবয়বের ছবি আঁকতে রোবটটির সময় লাগবে মাত্র ১০ মিনিট। আর এ কাজটি সে করে দেখাবে একেবারে হুবহু অর্থাৎ ছবিটি দেখতেও লাগবে তার সামনে বসা মডেলের মতোই অবিকল!
বিজ্ঞানীরা এ চিত্রশিল্পী রোবটের নাম দিয়েছেন- ‘রোবট্টিসেল্লি’।
প্রথমে ইন্ডাস্ট্রিয়াল রোবট হিসেবে তৈরি করা হলেও পরে এটিকে যান্ত্রিকভাবে ‘ছবি দেখে স্কেচ করার উপযোগী’ হিসেবে গড়ে তোলা হয়।
সংবাদমাধ্যমটি জানায়, রোবটটির উন্নয়ন কাজে সহায়তা করেন জার্মানির কার্লসরুহি শহরের ‘সেন্টার ফর আর্ট অ্যান্ড মিডিয়া জেড কে এম’ নামের একটি প্রতিষ্ঠানের পক্ষে আর্টল্যাব গ্রুপের শিল্পীরা।
তারা ফ্রনহফার ইনস্টিটিউটের বিজ্ঞানীদের সঙ্গে একত্রে অপটোনিক্স, সিস্টেম টেকনোলোজিস এবং ইমেজ এক্সপ্লয়টেশন আইওএসবি নামের প্রতিষ্ঠানে রোবটটি নিয়ে কাজ করেন।
রোবটটি সম্পর্কে আইওএসবি বিজ্ঞানী মার্টিনা রিচটার বলেন, ’আমরা এ কাজে একটি ইমেজ ইভ্যুলুশন পদ্ধতি ব্যবহার করেছি। এ পদ্ধতি ব্যবহার করে সেন্স অব সাইট বা ছবি সম্পর্কে রোবটির ধারণা(Concept) তৈরি হয়। ‘
তিনি বলেন, ’এ কাজে প্রথমে একটি ক্যামেরায় ইমেজ ধারণ এবং এজ-প্রসেসিং সফটওয়্যার দিয়ে ছবিটির কন্ট্রাস্ট বা সাদা কালোর পার্থক্য নির্ধারণ করা হয়। পরে ইমেজটি ইলেক্ট্রনিক সিগন্যাল হিসেবে সমন্বয় করে রোবটের বাহুতে পাঠানো হয়। আর এভাবেই রোবটটি ছবি দেখে মূহুর্তেই হুবহু এঁকে ফেলতে পারে যে কারো মুখের ছবি। ‘
তিনি আরও বলেন, ‘মেটাল পেইন্টার বা ধাতব চিত্রশিল্পী রোবট্টিসেল্লি আগামী মাসে অনুষ্ঠিতব্য সেবিট ডিজিটাল টেকনোলোজি ট্রেডে দর্শকদের ছবি এঁকে দেখাবে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১২