ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

প্রভাবশালী উদ্যোক্তা সুমাইয়ার গল্প

মাহবুব আলম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৬, মার্চ ৩, ২০১২
প্রভাবশালী উদ্যোক্তা সুমাইয়ার গল্প

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিজনেস সাপ্তাহিক পত্রিকায়গুলোতে সেরা তরুণ উদ্যোক্তাদের মাঝে উঠে আসছে বাংলাদেশি বংশোদ্ভূত সুমাইয়া কাজীর নাম। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন নির্বাচিত ‘ইয়াং পার্সন হু রকস্’ প্রতিযোগিতায়ও সেরাদের কাতারে সুমাইয়া কাজী।

 

এসব কারণেই সুমাইয়া এখন বিশ্বের প্রভাবশালী ৫০ উদ্যোক্তার নামের তালিকায় অন্তর্ভূক্ত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এবং ক্লাউট ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় তার অবস্থান স্থান ১৬ নম্বরে।

সুমাইয়ার বাবা বীর মুক্তিযোদ্ধা ডক্টর কাজী গোলাম নিজামউদ্দিন। মা মেরিনা নিজাম। সুমাইয়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোর বে এলাকায় বাস করেন। সুমাইয়া কাজীর পৈতৃক বাড়ি বাংলাদেশে ফেনী জেলার মাথিয়ারা গ্রামে।

সুমাইয়া কাজী যুক্তরাষ্ট্রে লেখাপড়ার ফাঁকে সমাজসেবায় মনোনিবেশ করেন। তিনি সানমাইক্রো সিস্টেমে মার্কেটিং ম্যানেজারের কাজ নেন। পাশাপাশি ২০০৫ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘কালচারাল কানেক্ট ডট কম’ (টিসিসিসি) নামে একটি প্রতিষ্ঠান।

৩৫ বছরের কম বয়সী তরুণদের নিজস্ব সংস্কৃতিকে উজ্জীবিত করতে টিসিসিসি বিশেষ ভূমিকা পালন করে। বর্তমানে সুমাইয়া কাজীর প্রতিষ্ঠান টিসিসিসি থেকে প্রকাশিত হচ্ছে পাঁচটি সাপ্তাহিক ই-ম্যাগজিন।

ম্যাগাজিনগুলো হচ্ছে,  দ্য দেশি কানেক্ট, দ্য মিডেলইস্ট কানেক্ট, দ্য এশিয়া কানেক্ট, দ্য ল্যাটিন কানেক্ট এবং দ্য আফ্রিকান কানেক্ট। বিশ্বের বেশ কয়েকটি দেশে এসব ম্যাগাজিনের গ্রাহক সংখ্যা ৫০ হাজারের বেশি। ২০০৫ সালে মাত্র তিনজন স্টাফ নিয়ে যাত্রা করা এসব ম্যাগাজিনে বর্তমানে ৫০ জন কাজ করছেন।

মার্কেটিং অ্যান্ড স্ট্র্যাটিজিক প্ল্যানিংয়ে পড়াশোনা করা সুমাইয়া কাজী এক সাক্ষাৎকারে বলেন, ‘ম্যাগাজিনগুলো দ্রুত জনপ্রিয় হওয়ায় বর্তমানে দুটি দেশের আট অঙ্গরাজ্যের ১৮টি শহরে এর অফিস শুরু করতে হয়েছে। এখানে আমরা সবাই একটি টিমওয়ার্কের মাধ্যমে কাজ করছি। ’

উল্লেখ্য ২০০৬ সালে বিজনেস উইক ম্যাগাজিন কর্তৃক আমেরিকায় অনূর্ধ্ব ২৫ বছর বয়সের সেরা উদ্যোক্তার তালিকায় স্থান পান সুমাইয়া কাজী। ওই বছর সেই ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের সেরা ৭৫ মহিলা উদ্যোক্তার একজন নির্বাচন হন সুমাইয়া।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।