ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

আসছে উড়ন্ত গাড়ি!

জনি সাহা, বাংলানিউজটোয়েন্টিফোর.কম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৯, মার্চ ৩, ২০১২
আসছে উড়ন্ত গাড়ি!

ঢাকা: ম্যাসাচুসেট্স ভিত্তিক প্রতিষ্ঠান টেরাফুজিয়া এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া নিউইর্য়ক আন্তর্জাতিক অটো শোতে প্রথমবারের মত দর্শকদের জন্য আনতে যাচ্ছে উড়ন্ত গাড়ি।

প্রকৌশলগত পরিভাষায় একে বলা হচ্ছে ট্রানজিশন রোডেবল এয়ারক্রাফ্ট (Transition Roadable Aircraft)।

রাস্তায় চলা অবস্থায় এর পাখা ভাজ করা যাবে। মাত্র ত্রিশ সেকেন্ডে একে তৈরি করা যাবে একটি উড়ন্ত যানে।

এক ট্যাংক ভর্তি জ্বালানিতে পাড়ি দেওয়া যাবে ৪৬০ মাইল। ঘণ্টায় এর গতিবেগ হবে ১১০ মাইল। টেরাফুজিয়া থেকে বলা হয়েছে, চলতি বছরের শেষে এটি বাজারে পাওয়া যাবে।

ধারণা করা হচ্ছে এর প্রাথমিক বিক্রয়মূল্য হবে ২ লাখ ৭৯ হাজার মার্কিন ডলার। জানা গেছে, ইতোমধ্যে ১০০ টি গাড়ির জন্য অগ্রিম ফরমায়েশ পেয়ে গেছে কোম্পানিটি।

এ বিষয়ে টেরাফুজিয়ার সিওও আন্না মাসেক ডিট্রিচ বলেন, আমরা এমন একটি জায়গায় এটি প্রর্দশন করতে যাতে করে পরবর্তীতে গ্রাহকদের কাছে পৌঁছানো আমাদের জন্য খুব সহজ হবে। আর নিউইর্য়ক হলো এর জন্য সবচেয়ে ভালো জায়গা।

১৫তম নিউইর্য়ক ইন্টান্যাশনাল অটো শো শুরু হবে ‍আগামী এপ্রিলের
 ৬ তারিখ থেকে।

আশা করা যাচ্ছে, মেলায় উড়ন্ত গাড়ির মডেলটি দেখা যাবে। এছাড়া নির্মাতারা এ গাড়ি নিয়ে তাদের ভবিষ্যত পরিকল্পনার কথাও জানাবে বলে ধারণা করা হচ্ছে।

দর্শনার্থীরা খুব কাছাকাছি থেকে গাড়িটির সকল সুযোগ সুবিধা দেখতে পারবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, টেরাফুজিয়া একটি বিমান সংস্থা। ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজির পাইলট এবং কলাকৌশলিরোই এর প্রতিষ্ঠাতা।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ০৩ মার্চ, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।