ঢাকা : খালিচোখে পৃথিবীর প্রতিবেশী গ্রহ মঙ্গলকে দেখা যায়। তবে একটু ভালোমত দেখতে হলে টেলিস্কোপের দ্বারস্থ হতে হয়।
কারণ, চলতি সপ্তাহ শেষে গ্রহটি পৃথিবীর বেশ কাছে চলে আসছে। ওই সময়টায় গত দুই বছরের মধ্যে মঙ্গল আর পৃথিবী পরষ্পর সবচেয়ে কাছাকাছি অবস্থান করবে বলে জানিয়েছেন জ্যোতির্বিদরা।
সৌরজগতের নিয়ম মোতাবেক প্রতি ২৬ মাস পরপর পৃথিবী এবং মঙ্গল সূর্য বরাবর একই সরল রেখায় চলে আসে। এ ঘটনাকে স্বাভাবিক মনে হলেও বিষয়টি কিন্তু মোটেও হেলাফেলা করার নয়। মহাজাগতিক ক্ষেত্রে ঘটনাটি সত্যিই বিস্ময়কর ব্যাপার। কারণ লাল এই গ্রহটির অবস্থান পৃথিবীর ঠিক বিপরীত দিকে। তাই মঙ্গলের এই কাছে চলে আসার ঘটনাকে বিজ্ঞানীরা চিহ্নিত করেন বিপরীতার্থক হিসেবে।
এই অভূতপূর্ব ঘটনাটি ঘটবে আগামী সোমবার। তখন পৃথিবী আর মঙ্গলের মঝে দূরত্ব দাঁড়াবে মাত্র ৬ কোটি ২০ লাখ মাইল বা ১০ কোটি কিলোমিটার। অবশ্য সুখবর হলো শনিবার থেকেই নাকি আকাশে এই লাল গ্রহটির উজ্জ্বল উপস্থিতি টেলিস্কোপ ছাড়াই লক্ষ্য করা যাবে। তবে সোমবারই তা সবচেয়ে উজ্জ্বল হয়ে উঠবে।
জ্যোতির্বিদ বা সাধারণ যে কেউ এই সময়টিতে টেলিস্কোপ দিয়ে লোহিত গ্রহটির বরফাচ্ছাদিত ভূমিরূপ মোটামুটি পরিষ্কারভাবে দেখতে পারবেন।
উল্লেখ্য, সূর্যকে প্রদক্ষিণের ফলে মঙ্গলের সঙ্গে পৃথিবীর দূরত্ব নানা সময় নানা অংকের দাঁড়ালেও ২০০৩ সালে গ্রহটি একবার পৃথিবীর সবচেয়ে কাছে চলে এসেছিল। তখন পৃথিবীর সঙ্গে এর দূরত্ব ছিল মাত্র ৩ কোটি ৮০ লাখ মাইল। যা ছিল দুই প্রতিবেশী গ্রহের গত ৬০ হাজার বছরের মধ্যে সবচেয়ে কাছাকাছি অবস্থান।
বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১২