ঢাকা : সব চাকরিতেই রয়েছে সাপ্তাহিক ছুটি। কোথাও একদিন, আর কোথাও দু’দিন।
মঙ্গলবার জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, সিঙ্গাপুরে ১৯ বছরের এক ইন্দোনেশিয়া মেয়ে কারাগারে গৃহকর্ত্রীকে খুন করার অপরাধে জেল খাটছে। ওই গৃহকর্ত্রী প্রায়শই গৃহকর্মীকে বকাঝকা ও নির্যাতন করতো। এতে অতিষ্ঠ হয়ে খুনের ঘটনা ঘটায় সে।
তাই সরকারের পক্ষ থেকে তাদের জন্য একদিন সাপ্তাহিক ছুটি ঘোষণা দেওয়া হয়েছে। তবে কোনো মালিকপক্ষ চাইলে ছুটির দিনে ওভারটাইমের জন্য অর্থ দিয়ে কাজ করিয়ে নিতে পারবেন। আগামী বছর থেকে এই আইন কার্যকর হবে।
নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) এবং সিঙ্গাপুরের বিভিন্ন সংস্থা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
তবে মালিকপক্ষ সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
সে দেশের মানবাধিকারকর্মীরা জানিয়েছে, গৃহকর্মীরা একটানা ছুটিবিহীন কাজ করতে গিয়ে হতাশা বা অবসাদে ভুগতে শুরু করে। এতে চরম একাকিত্ব দানা বাধতে শুরু করে তাদের মধ্যে। ফলে খুনের মতো অপরাধে জড়িয়ে পড়ার সম্ভাবনা সৃষ্টি হয়। এর থেকে মুক্তির উপায় সাপ্তাহিক ছুটি।
সিঙ্গাপুরে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সম্প্রতি একটি জরিপে দেখা যায়, একজন গৃহকর্মী প্রতিদিন গড়ে প্রায় ১৪ ঘণ্টা কাজ করে। আর মাত্র ১২ শতাংশ সপ্তাহে একদিন ছুটি পায়।
সিঙ্গাপুরে চাকরি করেন এমন দম্পতির সংখ্যা দিন দিন বাড়ছে। ফলে গৃহকর্মীর প্রয়োজনীয়তা বাড়ছে। বর্তমানে সেখানে গৃহকর্মীর সংখ্যা দুই লাখের উপরে। এদের বেশিরভাগ এসেছে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও ভারতের।
বাংলাদেশ সময় : ২২১৫ ঘণ্টা, র্মাচ ৬, ২০১২