ঢাকা: রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) শুরু হয়েছে ৩ দিনব্যাপী মানবসম্পদ কার্নিভাল-২০১২। সোমবার থেকে শুরু হওয়া এই কার্নিভাল চলবে বুধবার পর্যন্ত।
সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে কার্নিভাল উদ্বোধন করেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: মতিউর রহমান, এআইইউবি’র উপ-উপাচার্য ড. তোফাজ্জাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নূর মোহাম্মদ বলেন, মানবসম্পদের উন্নয়ন আমাদের জন্য খুবই জরুরি। বাংলাদেশের উন্নয়ন করতে হলে মানবসম্পদ উন্নয়নের মাধ্যমেই করতে হবে। যদি মানবসম্পদ উন্নয়ন করা যায় তবেই বাংলাদেশের উন্নয়ন সাধিত হবে। দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমেই আমরা উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবো।
এসময় তিনি যুমনা ব্যাংকের নানা সামাজিক উদ্যোগের কথা তুলে ধরেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর এআইইউবি’র প্রধান ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বনানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় ইউনিভার্সিটি বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেন।
৩ দিনব্যাপী কার্নিভালে মানবসম্পদ বিষয়ক সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা, জব ফেয়ার, টক শো, চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১২
সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, নিউজরুম এডিটর