ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

আসছে কাঁচবিহীন থ্রিডি টেলিভিশন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৯, মার্চ ৭, ২০১২
আসছে কাঁচবিহীন থ্রিডি টেলিভিশন

ঢাকা: প্রযুক্তিপ্রেমীদের তাক লাগাতে অচিরেই বৃটেনের বাজারে আসছে বিশ্বের প্রথম কাঁচবিহীন থ্রিডি টেলিভিশন। আগামী সপ্তাহের যে কোনো সময় তোশিবা জেডএল২ নামে ৫৫ ইঞ্চি ব্যাসের এই উন্নত প্রযুক্তির থ্রিডি টিভিটি বিক্রি শুরু হবে।



টেলিভিশনটির বিক্রেতা কোম্পানি জানিয়েছে, এটি তৈরিতে সময়ের সবচেয়ে আধুনিক প্রযুক্তি ৪ কে রেজুলেশন ব্যবহার করা হয়েছে। যার ফলে দর্শককে আর আগের থ্রিডি টিভির মত বিশেষ ধরনের চশমা পড়ে বসে থাকতে হবে না। বরং এতে আধুনিক ফেস ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করায় বাম এবং ডান চোখের ছবিকে একটি ছোট লেন্সের মাধ্যমে দেখতে পারা যাবে। অর্থাৎ আপনি এখন চাইলেই যে কোনো চশমা পড়ে এই থ্রিডি টিভি দেখতে পারেন।

নতুন এই উন্নত প্রযুক্তির টেলিভিশনটি কিনতে আপনাকে খরচ করতে হবে মাত্র ৭ হাজার পাউন্ড।

কি চোখ ছানাবড়া হয়ে গেলো? তবে অবিশ্বাস্য মূল্যছাড় রয়েছে আগ্রহী ক্রেতাদের জন্য। সোমবার থেকে একমাত্র লন্ডনের অক্সফোর্ড রোডের জন লিউয়িসের দোকানেই টেলিভিশনটি কিনতে পারবেন হৃাসকৃত মূল্যে মাত্র ৬ হাজার ৯৯৯ পাউন্ডে। দোকানের মালিক হ্যারল্ড অগ্রিম ক্রয় অর্ডারও নেওয়া শুরু করেছেন বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।