ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

আঁধার ভাঙার শপথ নিয়ে শহীদ মিনারে নারীরা

জাকিয়া আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট ও সেরাজুল ইসলাম সিরাজ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৯, মার্চ ৭, ২০১২
আঁধার ভাঙার শপথ নিয়ে শহীদ মিনারে নারীরা

শহীদ মিনার থেকে : তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা নারীনেত্রী সুলতানা কামাল বলেছেন, পারিবারিক নির্যাতনরোধ থেকেই নারী উন্নয়নের যাত্রা শুরু। নারীর প্রতি সহিংসতা হয় তার পরিবারেই।

আর যারা নীতি নির্ধারক রয়েছেন তারা কেউ পরিবার ও সমাজের বাইরের নয়।

কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক নারী দিবসকে স্বাগত জানানোর অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সুলতানা কামাল বলেন, সবকিছুর একটি বাস্তব ও ধারণাগত দিক রয়েছে। এটা সত্যি আজ অনেক নারী যেমন বের হয়ে আসছেন তেমনি অনেকেই পারেননি। পুরুষতান্ত্রিকতা এ ক্ষেত্রে অন্যতম বাধা। পুরুষতান্ত্রিকতা নারী সুবিধা দিতে কুণ্ঠিত। এ কারণেই আমরা সমঅধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারি না।

তিনি বলেন, বারবার আমাদের দেশে মৌলবাদ, জঙ্গিবাদ, সামরিকতন্ত্র আঘাত হেনেছে। আর প্রথম আঘাতটাই এসেছে নারীর উপর। পুরুষতান্ত্রিকতা নারী স্বাধীনতা খর্ব করে। নারীর সৃজনশীল ক্ষমতাকে মেনে নিতে পারে না।

তিনি আরো বলেন, এক্ষেত্রে আমাদের যারা নীতি নির্ধারক আছেন তাদের চাপ প্রয়োগ করতে হবে নারীর সুশাসন প্রতিষ্ঠায়, নারীর মর্যাদা রক্ষায়। এ ভূমিকাটা আসতে হবে সবার প্রথম পরিবার থেকে। পরিবারের পুরুষদের নারীদের সম্মান করতে হবে। পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র। এভাবেই নারীর অধিকার সুপ্রতিষ্ঠিত হবে।  

আঁধার ভাঙার শপথে আন্তর্জাতিক নারী দিবসকে স্বাগত জানাতে সহস্রাধিক নারী-পুরুষ কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়।  

৮ মার্চ প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে দিবসটিকে স্বাগত জানানো হয়।  

ঢাকা বিশ্ববিদ্যালয় ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এ কর্মসূচির আয়োজন করে।  

অনুষ্ঠানে ঢাকা বিশ্বদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হলে আগে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। যথাযথ শিক্ষার অভাবে আমাদের নারীরা নির্যাতনের শিকার হচ্ছে বলে তিনি জানান।

নারী দিবসকে স্বাগত জানানোর আগে শহীদ মিনারে চলে নারী জাগরণের বিভিন্ন গান ও বিশিষ্টজনের বক্তব্য।

বাংলাদেশ সময় : ০০০৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।